Ajker Patrika

ইয়াসির শাহকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ৪৭
Thumbnail image

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন ওপেনার ইমাম-উল হক, মিডল অর্ডার ব্যাটার কামরান গুলাম এবং অফ স্পিনার বিলাল আসিফ। এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট, ইয়াসির শাহ এবং শাহনেওয়াজ দাহানি।

কায়েদে আজম ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলে ফিরেছে ইমাম-উল-হক। ৫ ইনিংসে তিনি করেছেন ৪৮৮ রান। এর মধ্যে রয়েছে একটি অপরাজিত ডাবল সেঞ্চুরির ইনিংসও। দল নির্বাচন নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেছেন, 'বাংলাদেশ তাদের ঘরের মাঠে বড় সুবিধা পাবে। তবে আমাদের দলেও অভিজ্ঞ এবং দারুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে ৮ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত