Ajker Patrika

পাকিস্তানে ঐতিহাসিক সফর চূড়ান্ত আইরিশদের

আপডেট : ১৪ মে ২০২৪, ১২: ৩৫
পাকিস্তানে ঐতিহাসিক সফর চূড়ান্ত আইরিশদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আয়ারল্যান্ড সফরে আছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দল আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজ শেষ হওয়ার আগেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। 

আগামী বছর প্রথমবার পাকিস্তান সফরে যাবে আইরিশরা। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিএফ) অংশ হিসেবে ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটে আয়ারল্যান্ড। 

অবশ্য এই সফরের বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি এখনো। সিরিজের তারিখ, সময়সূচি ও ভেন্যু নিয়ে কিছুই জানায়নি দুই পক্ষ। ২০২২ সালের নভেম্বরে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবার পাকিস্তান সফরে গিয়েছিল আয়ারল্যান্ডের মেয়েরা। সেই সফরের পর আয়ারল্যান্ডের আরেকটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে এটি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকবি ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিসের সঙ্গে সাক্ষাতের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এফটিএফের অংশ না হলেও পিসিবি প্রাথমিকভাবে আয়ার‍ল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলারও প্রস্তাব দিয়ে রেখেছে। 

এ নিয়ে পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান জানিয়েছেন, আইরিশ দল আগামী বছর আগস্ট-সেপ্টেম্বর মাসে একটি টেস্ট সিরিজের জন্য পাকিস্তান সফর করবে এবং শিগগিরই নারী দলের পাকিস্তান সফরের সম্ভাবনাও পর্যালোচনা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত