ক্রীড়া ডেস্ক
অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, রশিদ খান, মোহাম্মদ নবী, রাচীন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা আইপিএল কাঁপাচ্ছেন নিয়মিত। এবার ইনজামাম উল হক চাইছেন, বিশ্বের সব ক্রিকেট বোর্ডই যেন আইপিএল বয়কট করে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে নিয়মিত। হাইব্রিড মডেলে হওয়া চলমান টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলছেন দুবাইয়ে। ভারত বাদে বাকি সাত দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হচ্ছে। আয়োজক পাকিস্তানকে দুবাই যেতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে। এমনকি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলকেই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে হয়েছে। কারণ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে কে হবে ভারতের প্রতিপক্ষ, সেটা এখনো নিশ্চিত নয়।
পাকিস্তানি কিংবদন্তি ব্যাটার ইনজামাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর রাগ ঝারতে গিয়ে আইপিএলের কথা উল্লেখ করেছেন। পাকিস্তানি এক টেলিভিশনে আলাপ-আলোচনার সময় ইনজামাম বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিকে একপাশে সরিয়ে রাখুন। বিশ্বের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলে। তবে ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য লিগে খেলে না। অন্যান্য বোর্ডেরও উচিত তাদের ক্রিকেটারদের আইপিএল খেলা থেকে বিরত রাখা। যদি আপনারা (বিসিসিআই) অন্য লিগ খেলতে ক্রিকেটার না ছাড়েন, তাহলে অন্যান্য বোর্ডেরও পদক্ষেপ নেওয়া উচিত।’
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ হয়েছে ২০১৩ সালে। দীর্ঘ এক যুগ ধরে দল দুটি মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ ও আইসিসির ইভেন্টে। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ না হলেও সাকলাইন মুশতাক ২২ গজের ক্রিকেটে দুই দলকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার বলেন, ‘রাজনৈতিক ইস্যু এক পাশে সরিয়ে রাখি। তাদের ক্রিকেটাররা আসলেই দুর্দান্ত। তারা ভালো ক্রিকেট খেলছে। যদি তোমরা সত্যিই ভালো দল হও, আমার মতে ১০ টেস্ট, ১০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেল পাকিস্তানের সঙ্গে। সবকিছু তখন স্পষ্ট হয়ে যাবে।’
২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরে শোযেব আখতার, উমর গুল, সোহেল তানভীর, মিসবাহ উল হকের মতো পাকিস্তানি তারকাদের দেখা গেছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে আইপিএলে আর দেখা যাচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। আজহার মেহমুদ পাকিস্তানি ক্রিকেটার হলেও ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে খেলেছেন আইপিএলে।
চোটের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না প্যাট কামিন্স। তিনি কদিন আগে দাবি করেছিলেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে। যদিও ভোল পাল্টাতে বেশি সময় তিনি নেননি। তবে নাসের হুসেইন, মাইকেল আথারটনরা টুর্নামেন্টে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন বলেছিলেন, ‘ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে, সেটা বুঝতে মনে হয় না কারও রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন।’
অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, রশিদ খান, মোহাম্মদ নবী, রাচীন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা আইপিএল কাঁপাচ্ছেন নিয়মিত। এবার ইনজামাম উল হক চাইছেন, বিশ্বের সব ক্রিকেট বোর্ডই যেন আইপিএল বয়কট করে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে নিয়মিত। হাইব্রিড মডেলে হওয়া চলমান টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলছেন দুবাইয়ে। ভারত বাদে বাকি সাত দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হচ্ছে। আয়োজক পাকিস্তানকে দুবাই যেতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে। এমনকি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলকেই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে হয়েছে। কারণ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে কে হবে ভারতের প্রতিপক্ষ, সেটা এখনো নিশ্চিত নয়।
পাকিস্তানি কিংবদন্তি ব্যাটার ইনজামাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর রাগ ঝারতে গিয়ে আইপিএলের কথা উল্লেখ করেছেন। পাকিস্তানি এক টেলিভিশনে আলাপ-আলোচনার সময় ইনজামাম বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিকে একপাশে সরিয়ে রাখুন। বিশ্বের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলে। তবে ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য লিগে খেলে না। অন্যান্য বোর্ডেরও উচিত তাদের ক্রিকেটারদের আইপিএল খেলা থেকে বিরত রাখা। যদি আপনারা (বিসিসিআই) অন্য লিগ খেলতে ক্রিকেটার না ছাড়েন, তাহলে অন্যান্য বোর্ডেরও পদক্ষেপ নেওয়া উচিত।’
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ হয়েছে ২০১৩ সালে। দীর্ঘ এক যুগ ধরে দল দুটি মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ ও আইসিসির ইভেন্টে। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ না হলেও সাকলাইন মুশতাক ২২ গজের ক্রিকেটে দুই দলকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার বলেন, ‘রাজনৈতিক ইস্যু এক পাশে সরিয়ে রাখি। তাদের ক্রিকেটাররা আসলেই দুর্দান্ত। তারা ভালো ক্রিকেট খেলছে। যদি তোমরা সত্যিই ভালো দল হও, আমার মতে ১০ টেস্ট, ১০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেল পাকিস্তানের সঙ্গে। সবকিছু তখন স্পষ্ট হয়ে যাবে।’
২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরে শোযেব আখতার, উমর গুল, সোহেল তানভীর, মিসবাহ উল হকের মতো পাকিস্তানি তারকাদের দেখা গেছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে আইপিএলে আর দেখা যাচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। আজহার মেহমুদ পাকিস্তানি ক্রিকেটার হলেও ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে খেলেছেন আইপিএলে।
চোটের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না প্যাট কামিন্স। তিনি কদিন আগে দাবি করেছিলেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে। যদিও ভোল পাল্টাতে বেশি সময় তিনি নেননি। তবে নাসের হুসেইন, মাইকেল আথারটনরা টুর্নামেন্টে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন বলেছিলেন, ‘ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে, সেটা বুঝতে মনে হয় না কারও রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন।’
ইনিংসে ৫ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীর কাছে নতুন কিছু নয়। ভারতের জার্সিতে এই নিয়ে তিনবার ইনিংসে নিলেন ৫ উইকেট। তাঁর ঘূর্ণিজাদুতে গতকাল দুবাইয়ে দিশেহারা হয়ে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। অথচ এই ম্যাচ খেলার সময়ই কি না বরুণ নার্ভাস ছিলেন!
২০ মিনিট আগেভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১১ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৫ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৭ ঘণ্টা আগে