ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে সব মিলিয়ে ৩৫ ওভার। গতকাল রাতেই ভারী বৃষ্টি হওয়ায় মাঠ ছিল ভেজা। মাঠ উপযোগী করে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। প্রথম সেশনে মধ্যাহ্নভোজের বিরতির একটু আগে আবারও নামে বৃষ্টি।
মধ্যাহ্ন বিরতির পর এক ঘণ্টা খেলা হতেই আলোক স্বল্পতার কারণে বেলা ২টার পর খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। পরে বৃষ্টি নামায় প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা। দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ দল।
কানপুরের আবহাওয়া স্বস্তিতে রাখছে না বাংলাদেশ-ভারতকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কানপুরে আগামী পরশু পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল কানপুরে ৮০ শতাংশ বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিকেলের দিকে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। সারা দিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। ফলে শুক্রবারের মতোই আলোর সমস্যা হতে পারে টেস্টের দ্বিতীয় দিনও।
রোববার কানপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। সে দিন আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সে দিন বিকেলের পর থেকে উন্নতি হবে আবহাওয়া।
আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দুই দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। শেষ দুই দিন খেলা হাওয়ার আশা করা হলেও ম্যাচের ফল বেরোবে কি না সেই আশঙ্কা থাকছেই। তবে প্রথম দিনটা পার করেছে তারা সমান-সমান অবস্থায়।
এ ক্ষেত্রে বিপদ যেন বাংলাদেশ দলের। প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তরা। সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই তাঁদের। হেরে গেলে পাবে ধবলধোলাইয়ের লজ্জা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও অবনতি হতে পারে তখন। প্রথম টেস্ট হেরে এমনিতেই ৪ থেকে ৬ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।
ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে সব মিলিয়ে ৩৫ ওভার। গতকাল রাতেই ভারী বৃষ্টি হওয়ায় মাঠ ছিল ভেজা। মাঠ উপযোগী করে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। প্রথম সেশনে মধ্যাহ্নভোজের বিরতির একটু আগে আবারও নামে বৃষ্টি।
মধ্যাহ্ন বিরতির পর এক ঘণ্টা খেলা হতেই আলোক স্বল্পতার কারণে বেলা ২টার পর খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। পরে বৃষ্টি নামায় প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা। দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ দল।
কানপুরের আবহাওয়া স্বস্তিতে রাখছে না বাংলাদেশ-ভারতকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কানপুরে আগামী পরশু পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল কানপুরে ৮০ শতাংশ বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিকেলের দিকে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। সারা দিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। ফলে শুক্রবারের মতোই আলোর সমস্যা হতে পারে টেস্টের দ্বিতীয় দিনও।
রোববার কানপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। সে দিন আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সে দিন বিকেলের পর থেকে উন্নতি হবে আবহাওয়া।
আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দুই দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। শেষ দুই দিন খেলা হাওয়ার আশা করা হলেও ম্যাচের ফল বেরোবে কি না সেই আশঙ্কা থাকছেই। তবে প্রথম দিনটা পার করেছে তারা সমান-সমান অবস্থায়।
এ ক্ষেত্রে বিপদ যেন বাংলাদেশ দলের। প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তরা। সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই তাঁদের। হেরে গেলে পাবে ধবলধোলাইয়ের লজ্জা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও অবনতি হতে পারে তখন। প্রথম টেস্ট হেরে এমনিতেই ৪ থেকে ৬ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১০ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১২ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১৩ ঘণ্টা আগে