Ajker Patrika

মনের প্রস্তুতিই বড় প্রস্তুতি মনে করেন মাহমুদউল্লাহ 

মনের প্রস্তুতিই বড় প্রস্তুতি মনে করেন মাহমুদউল্লাহ 

এমনিতে নানা ঝক্কি-ঝামেলা মধ্য দিয়ে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় এসেছে বাংলাদেশ দল। সেখান আবার ডমিনিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনের সুযোগ পায়নি। বৃষ্টি বাগড়ায় ম্যাচের আগের দিনের গুরুত্বপূর্ণ অনুশীলন পন্ড। তবু মাহমুদউল্লাহ রিয়াদ অখুশি নয়। টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, মানসিক প্রস্তুতিই বড় প্রস্তুতি। 

টি-টোয়েন্টি সিরিজের আগে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। রঙিন পোশাকে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ রাতে প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। আমি ওদের বলেছি-যারা মানসিকভাবে এগিয়ে থাকবে, বিশেষভাবে আমাদের কথা বলেছি, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারলে এটাই ভালো করার সবচেয়ে ভালো সুযোগ।’ 

অনুশীলন যে একেবারেই হয়নি তাও নয়, তবে সেটি সেন্ট লুসিয়া টেস্টের পর যেটুকু সময় পাওয়া গেছে। এ নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আজ (গতকাল) বৃষ্টি পড়ছে, আবহাওয়ার কন্ডিশন অনুশীলনের সুযোগ দেয়নি। গতকাল (পরশু) ভ্রমণ করে এলাম যেটা বেশ ঝক্কি-ঝামেলার ছিল। সেন্ট লুসিয়ায় অনুশীলন সেশনে ফুটবল খেলেছি আর ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি।' 

মাহমুদউল্লাহ মনে করে আসল প্রস্তুতিটা মাথা থেকেই আসে। টি-টোয়েন্টি অধিনায়কের মতে, এই সংস্করণে অনুশীলনের জন্য খুব বেশি সময় পাওয়াও যায় না, প্রস্তুতি আসে এখান থেকে (হাত দিয়ে মস্তিস্ক ইশারা করে)। টি-টোয়েন্টিতে আপনি খুব কম সময় পাবেন না। তাই যে কন্ডিশন থাকবে সেটা নিয়ে মনোযোগী হতে হবে। আমাদের মূলমন্ত্র হবে ইতিবাচক ও আগ্রাসী থাকা। যে চ্যালেঞ্জই আসুক, নিতে হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত