Ajker Patrika

রোহিত-গাপটিলের মধ্যে চলছে যে মধুর প্রতিযোগিতা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫৮
রোহিত-গাপটিলের মধ্যে চলছে যে মধুর প্রতিযোগিতা

মার্টিন গাপটিল ও রোহিত শর্মার মধ্যে মধুর এক প্রতিযোগিতা চলছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানো নিয়ে দুজনের মধ্যে চলছে ইঁদুর দৌড় খেলা। কখনো গাপটিল এগিয়ে যাচ্ছেন, কখনো এগিয়ে যাচ্ছেন রোহিত। শুক্রবার ছক্কার রেকর্ডে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন ভারতীয় অধিনায়ক।

শুক্রবার নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত, গাপটিল দুজনেরই ছক্কা ছিল ১৭২টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে রোহিত হয়েছেন ম্যাচ-সেরা। এই ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ৪টি ছক্কা। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭৬ ছক্কা মেরে এই তালিকায় ভারতীয় অধিনায়ক আছেন শীর্ষে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিল, রোহিতের মধ্যে রানের প্রতিযোগিতাও চলছে দারুণ। এখানেও সবার ওপরে ভারতীয় অধিনায়ক। ১৩৮ ম্যাচে করেছেন ৩৬৭৭ রান, গড় ৩২.৫৩, স্ট্রাইক রেট ১৪১.২৬। চার সেঞ্চুরির সঙ্গে ২৮ ফিফটি করেছেন ভারতীয় এই ওপেনার। আর দ্বিতীয় স্থানে থাকা গাপটিল ১২১ ম্যাচে করেছেন ৩৪৯৭ রান, গড় ৩১.৭৯, স্ট্রাইক রেট ১৩৫.৮০। দুই সেঞ্চুরির সঙ্গে ২০ ফিফটি করেছেন নিউজিল্যান্ডের ওপেনার।

নিউজিল্যান্ড পরবর্তী টি-টোয়েন্টি খেলবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে। এই সিরিজে বাকি দুই দল হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের শেষ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে কমপক্ষে চারটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে গাপটিলের।

অন্যদিকে বিশ্বকাপের আগে রোহিত আরও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। রোববার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত