নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন তাসকিন আহমেদ। সেটা তাসকিনের ক্রিকেটীয় চিন্তাভাবনা থেকে মাঠের পারফরম্যান্সে প্রতীয়মান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও তাঁকে আলাদা করা যাচ্ছে ভালোভাবেই।
বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও তাসকিন দলে এখন দারুণ ভূমিকা রাখছেন। ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে তাঁর দুর্দান্ত বোলিং পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আগামীকাল চট্টগ্রামে শেষ ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে ইংলিশদের মুগ্ধতার কথা জানিয়ে গেলেন পেসার মার্ক উড।
এই ইংলিশ পেসার বলেছেন, ‘তাসকিন অসাধারণ। আমি মনে হয়, সে শুধু আমার না, পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আমাদের দলের সবাই বলছে, সে কতটা ভালো কতটা ও কতটা দ্রুত গতিতে বোলিং করেছে। ক্রমাগত গুড লেংথে বোলিং করেছে সে।’
বাংলাদেশের উইকেটে কীভাবে বোলিং করতে হয়, প্রথম ওয়ানডেতে তাসকিন সেটা করে দেখিয়েছেন জানিয়ে উড আরও বলেন, ‘প্রথম ম্যাচে সে আমাদের পেসারদের দেখিয়েছে, আসলে কোথায় বল করতে হবে। আমার তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি, আমি, জফরা ও ওকসি (ক্রিস ওকস)। সে যে জায়গায় বোলিং করেছে, আমাদের অনেক চাপে ফেলেছে। সে শুধু উইকেট না, কিপটে বোলিং করেছে। অসম্ভব দুর্দান্ত। সে কতটা ভালো বোলিং করেছে, আমাদের ব্যাটাররাও তাকে নিয়ে বলেছে। আশা করি, আমি তাকে খারাপ করতে দেখব না। কিন্তু সে যেন এই ম্যাচে (আগামীকাল শেষ ওয়ানডেতে) বেশি উইকেট না পায়।’
গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন তাসকিন আহমেদ। সেটা তাসকিনের ক্রিকেটীয় চিন্তাভাবনা থেকে মাঠের পারফরম্যান্সে প্রতীয়মান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও তাঁকে আলাদা করা যাচ্ছে ভালোভাবেই।
বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও তাসকিন দলে এখন দারুণ ভূমিকা রাখছেন। ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে তাঁর দুর্দান্ত বোলিং পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আগামীকাল চট্টগ্রামে শেষ ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে ইংলিশদের মুগ্ধতার কথা জানিয়ে গেলেন পেসার মার্ক উড।
এই ইংলিশ পেসার বলেছেন, ‘তাসকিন অসাধারণ। আমি মনে হয়, সে শুধু আমার না, পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আমাদের দলের সবাই বলছে, সে কতটা ভালো কতটা ও কতটা দ্রুত গতিতে বোলিং করেছে। ক্রমাগত গুড লেংথে বোলিং করেছে সে।’
বাংলাদেশের উইকেটে কীভাবে বোলিং করতে হয়, প্রথম ওয়ানডেতে তাসকিন সেটা করে দেখিয়েছেন জানিয়ে উড আরও বলেন, ‘প্রথম ম্যাচে সে আমাদের পেসারদের দেখিয়েছে, আসলে কোথায় বল করতে হবে। আমার তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি, আমি, জফরা ও ওকসি (ক্রিস ওকস)। সে যে জায়গায় বোলিং করেছে, আমাদের অনেক চাপে ফেলেছে। সে শুধু উইকেট না, কিপটে বোলিং করেছে। অসম্ভব দুর্দান্ত। সে কতটা ভালো বোলিং করেছে, আমাদের ব্যাটাররাও তাকে নিয়ে বলেছে। আশা করি, আমি তাকে খারাপ করতে দেখব না। কিন্তু সে যেন এই ম্যাচে (আগামীকাল শেষ ওয়ানডেতে) বেশি উইকেট না পায়।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে