Ajker Patrika

তাসকিনে মুগ্ধ পুরো ইংল্যান্ড, জানালেন উড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
তাসকিনে মুগ্ধ পুরো ইংল্যান্ড, জানালেন উড

গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন তাসকিন আহমেদ। সেটা তাসকিনের ক্রিকেটীয় চিন্তাভাবনা থেকে মাঠের পারফরম্যান্সে প্রতীয়মান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও তাঁকে আলাদা করা যাচ্ছে ভালোভাবেই।

বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও তাসকিন দলে এখন দারুণ ভূমিকা রাখছেন। ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে তাঁর দুর্দান্ত বোলিং পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আগামীকাল চট্টগ্রামে শেষ ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে ইংলিশদের মুগ্ধতার কথা জানিয়ে গেলেন পেসার মার্ক উড।

এই ইংলিশ পেসার বলেছেন, ‘তাসকিন অসাধারণ। আমি মনে হয়, সে শুধু আমার না, পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আমাদের দলের সবাই বলছে, সে কতটা ভালো কতটা ও কতটা দ্রুত গতিতে বোলিং করেছে। ক্রমাগত গুড লেংথে বোলিং করেছে সে।’

বাংলাদেশের উইকেটে কীভাবে বোলিং করতে হয়, প্রথম ওয়ানডেতে তাসকিন সেটা করে দেখিয়েছেন জানিয়ে উড আরও বলেন, ‘প্রথম ম্যাচে সে আমাদের পেসারদের দেখিয়েছে, আসলে কোথায় বল করতে হবে। আমার তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি, আমি, জফরা ও ওকসি (ক্রিস ওকস)। সে যে জায়গায় বোলিং করেছে, আমাদের অনেক চাপে ফেলেছে। সে শুধু উইকেট না, কিপটে বোলিং করেছে। অসম্ভব দুর্দান্ত। সে কতটা ভালো বোলিং করেছে, আমাদের ব্যাটাররাও তাকে নিয়ে বলেছে। আশা করি, আমি তাকে খারাপ করতে দেখব না। কিন্তু সে যেন এই ম্যাচে (আগামীকাল শেষ ওয়ানডেতে) বেশি উইকেট না পায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত