এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলেরই দারুণ মিল রয়েছে। দুটো দলই সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে স্বর্ণপদক খুইয়েছিল। আবার পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলই জিতল ব্রোঞ্জ, যেখানে আজ বাংলাদেশের ছেলে ক্রিকেট দলের জয় এসেছে রুদ্ধশ্বাস লড়াইয়ে। ঝেজিয়াং ইউনিভার্সিটি অব ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে শেষ বলের রোমাঞ্চে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
এশিয়ান গেমস ক্রিকেট তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৭টায়। তবে বৃষ্টির বাধায় খেলা শুরু হয় ঘণ্টাখানেক দেরিতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৫ ওভারে করে ১ উইকেটে ৪৮ রান। ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন মির্জা বাইগ। আর একমাত্র উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। এরপর আবার শুরু হয় মুষলধারে বৃষ্টি। এবারও বৃষ্টিতে ঘণ্টাখানেক সময় নষ্ট হয়।
বারবার বৃষ্টির বাগড়া দেওয়ায় পাকিস্তানের আর ব্যাটিং করার সুযোগ হয়নি। এরপর বাংলাদেশ সময় ১০টা ১৭ মিনিটে খেলা যখন পুনরায় শুরু হয়, তখন বৃষ্টি আইনে বাংলাদেশের দরকার হয় ৫ ওভারে ৬৫ রান, যেখানে ইনিংসের প্রথম বলেই পাকিস্তান পেসার আরশাদ ইকবাল দিয়েছেন ওয়াইড। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন আরশাদ। জাকির হাসান ও অধিনায়ক সাইফ দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
জোড়া উইকেটের ধাক্কা সামলে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকে বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার হয় ২০ রান। হাতে তখনো ৭ উইকেট। যেখানে পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিমের প্রথম বলে ছক্কা মারেন ইয়াসির আলী। পরের বলে ২ রান নিয়ে তৃতীয় বলে আরও ১টি ছক্কা মারেন ইয়াসির। চতুর্থ বলে ২ রান নিলে বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ৬১ রান। শেষ দুই বলে যখন ৪ রান দরকার, তখন আউট হয়ে যান ইয়াসির। এরপর শেষ বলে রাকিবুল চার মেরে বাংলাদেশকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলেরই দারুণ মিল রয়েছে। দুটো দলই সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে স্বর্ণপদক খুইয়েছিল। আবার পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলই জিতল ব্রোঞ্জ, যেখানে আজ বাংলাদেশের ছেলে ক্রিকেট দলের জয় এসেছে রুদ্ধশ্বাস লড়াইয়ে। ঝেজিয়াং ইউনিভার্সিটি অব ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে শেষ বলের রোমাঞ্চে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
এশিয়ান গেমস ক্রিকেট তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৭টায়। তবে বৃষ্টির বাধায় খেলা শুরু হয় ঘণ্টাখানেক দেরিতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৫ ওভারে করে ১ উইকেটে ৪৮ রান। ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন মির্জা বাইগ। আর একমাত্র উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। এরপর আবার শুরু হয় মুষলধারে বৃষ্টি। এবারও বৃষ্টিতে ঘণ্টাখানেক সময় নষ্ট হয়।
বারবার বৃষ্টির বাগড়া দেওয়ায় পাকিস্তানের আর ব্যাটিং করার সুযোগ হয়নি। এরপর বাংলাদেশ সময় ১০টা ১৭ মিনিটে খেলা যখন পুনরায় শুরু হয়, তখন বৃষ্টি আইনে বাংলাদেশের দরকার হয় ৫ ওভারে ৬৫ রান, যেখানে ইনিংসের প্রথম বলেই পাকিস্তান পেসার আরশাদ ইকবাল দিয়েছেন ওয়াইড। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন আরশাদ। জাকির হাসান ও অধিনায়ক সাইফ দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
জোড়া উইকেটের ধাক্কা সামলে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকে বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার হয় ২০ রান। হাতে তখনো ৭ উইকেট। যেখানে পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিমের প্রথম বলে ছক্কা মারেন ইয়াসির আলী। পরের বলে ২ রান নিয়ে তৃতীয় বলে আরও ১টি ছক্কা মারেন ইয়াসির। চতুর্থ বলে ২ রান নিলে বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ৬১ রান। শেষ দুই বলে যখন ৪ রান দরকার, তখন আউট হয়ে যান ইয়াসির। এরপর শেষ বলে রাকিবুল চার মেরে বাংলাদেশকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়।
বাংলাদেশ ও পাকিস্তান কোনো দলেরই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। হতাশাই দল দুটির নিত্যসঙ্গী। সেখানে পাকিস্তানকে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সিরিজ হার ‘ভূত’-এর মতো তাড়া করে বেড়াচ্ছে রমিজ রাজাকে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ থেমে গেছে আড়াই মাস আগেই। তবে এবার দুই দেশের ক্রিকেট নিয়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের সূচি প্রকাশের পরও ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়ে রয়েছে শঙ্কা।
২ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আজ ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ।
৩ ঘণ্টা আগেম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
৩ ঘণ্টা আগে