Ajker Patrika

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

বাংলাদেশের ৭৩ রানে অলআউট পরই আসলে ম্যাচের ভাগ্যে লেখা হয়ে গিয়েছিল। জয়ের সেই আনুষ্ঠানিকতা সারতেও বেশি সময় নিতে চাননি দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ। সেমিফাইনালে ওঠার সমীকরণ মাথায় থাকায় দ্রুত রান তুলেছেন দুজন। শেষ পর্যন্ত ৬.২ ওভারের মধ্যে লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সহজ কাজটা আরও সহজ করে দেন মোস্তাফিজুর রহমান। দুই ওভারের বোলিংয়ে ৩২ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। পুরো ম্যাচে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ পেয়েছে দুইবার। প্রথমবার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চের ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসটা থামিয়েছেন এই বাংলাদেশ পেসার। 

দ্বিতীয়বার শরীফুল ইসলাম। আরেক ওপেনার ওয়ার্নারকে ১৮ রানে ফিরিয়েছেন এই বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার জয়ের শেষ আনুষ্ঠানিকতাটুকু সারেন মিচেল মার্শ আর গ্লেন ম্যাক্সওয়েল। এর আগে টস হেরে প্রথম ব্যাটিং করতে নেমে ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে স্টার্কের প্রথম ওভারের তৃতীয় বলে কোনো রান না করেই বোল্ড হয়ে যান লিটন দাস। উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনে নামা সৌম্য সরকার। জশ হ্যাজেলউডের বলটা ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে বোল্ড হয়ে ফেরেন সৌম্য (৫)। 

লিটন-সৌম্যর দেখানো পথ অনুসরণ করেছেন মুশফিকুর রহিম। প্রথম রাউন্ডে পাপুয়া নিউগিনির বিপক্ষে ফিফটির পর রান করাই যেন ভুলে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গ্লেন ম্যাক্সওয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মুশফিক ফেরেন এক রানে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানের নিচে অলআউট বাংলাদেশ ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলেছে আজও। 

একটা সময় তো চোখ রাঙাচ্ছিল টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সবনিম্ন ৭০ রানের আগে অলআউট হওয়ার শঙ্কা। ভারতে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মিছিলে ষষ্ঠ উইকেটে সেই শঙ্কা দূর করেন মাহমুদউল্লাহ আর শামীম হোসেন পাটোয়ারি। এই জুটিতে দুজন মিলে যোগ করেন ২৯ রান। ওই শঙ্কা পর্যন্তই, কিন্তু আজও বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মুশফিক-মাহমুদউল্লাহরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত