রুদ্ধশ্বাস ফাইনাল জিতে প্রথমবারের মতো কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জিতেছে মন্ট্রিয়ল টাইগার্স। ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য সিরিজ দুটো পুরস্কারই গতকাল পেয়েছেন মন্ট্রিয়ল টাইগার্সের শারফেন রাদারফোর্ড। রাদারফোর্ডের সিরিজসেরার পুরস্কারটা ছিল আকর্ষণীয়।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্সের প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। জাগুয়ার্সের বিপক্ষে ফাইনালে ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। পঞ্চম উইকেটে দিপেন্দ্র সিং আইরির সঙ্গে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়ে দলের জয় অনেকটা সহজ করে দেন রাদারফোর্ড। এরপর আন্দ্রে রাসেলের সঙ্গে ১২ বলে ২৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে রাদারফোর্ড মন্ট্রিয়লকে জিতিয়েছেন ২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপা। ফাইনালসেরার পুরস্কার হিসেবে রাদারফোর্ড পেয়েছেন ১০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৮ হাজার টাকা। আর সিরিজসেরার পুরস্কার হিসেবে আমেরিকায় অর্ধ একর জমি পেয়েছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ৪৪ গড়ে করেছেন ২২০ রান। টুর্নামেন্টে একটা ফিফটিও করেছেন।
টুর্নামেন্টের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক চ্যাম্পিয়ন মন্ট্রিয়ল টাইগার্সের। সর্বোচ্চ ২৩৪ রান করেছেন টাইগার্স অধিনায়ক ক্রিস লিন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২২০ রান রাদারফোর্ডের। তবে সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার্স দলের কেউ নন। ১৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ম্যাথ্যু ফোর্ডি ও জুনাইদ সিদ্দিকি। ফোর্ডি খেলেছেন সারে জাগুয়ার্স ও ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলেছেন জুনাইদ। ২০১৮ ও ২০১৯ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম দুই মৌসুমের শিরোপা জিতেছে ভ্যাঙ্কুভার নাইটস ও উইনিপেগ হকস।
রুদ্ধশ্বাস ফাইনাল জিতে প্রথমবারের মতো কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জিতেছে মন্ট্রিয়ল টাইগার্স। ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য সিরিজ দুটো পুরস্কারই গতকাল পেয়েছেন মন্ট্রিয়ল টাইগার্সের শারফেন রাদারফোর্ড। রাদারফোর্ডের সিরিজসেরার পুরস্কারটা ছিল আকর্ষণীয়।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্সের প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। জাগুয়ার্সের বিপক্ষে ফাইনালে ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। পঞ্চম উইকেটে দিপেন্দ্র সিং আইরির সঙ্গে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়ে দলের জয় অনেকটা সহজ করে দেন রাদারফোর্ড। এরপর আন্দ্রে রাসেলের সঙ্গে ১২ বলে ২৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে রাদারফোর্ড মন্ট্রিয়লকে জিতিয়েছেন ২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপা। ফাইনালসেরার পুরস্কার হিসেবে রাদারফোর্ড পেয়েছেন ১০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৮ হাজার টাকা। আর সিরিজসেরার পুরস্কার হিসেবে আমেরিকায় অর্ধ একর জমি পেয়েছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ৪৪ গড়ে করেছেন ২২০ রান। টুর্নামেন্টে একটা ফিফটিও করেছেন।
টুর্নামেন্টের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক চ্যাম্পিয়ন মন্ট্রিয়ল টাইগার্সের। সর্বোচ্চ ২৩৪ রান করেছেন টাইগার্স অধিনায়ক ক্রিস লিন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২২০ রান রাদারফোর্ডের। তবে সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার্স দলের কেউ নন। ১৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ম্যাথ্যু ফোর্ডি ও জুনাইদ সিদ্দিকি। ফোর্ডি খেলেছেন সারে জাগুয়ার্স ও ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলেছেন জুনাইদ। ২০১৮ ও ২০১৯ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম দুই মৌসুমের শিরোপা জিতেছে ভ্যাঙ্কুভার নাইটস ও উইনিপেগ হকস।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে