Ajker Patrika

কানাডায় সিরিজসেরা হয়ে আমেরিকায় জমি পেলেন উইন্ডিজ ক্রিকেটার

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৮: ৪৬
কানাডায় সিরিজসেরা হয়ে আমেরিকায় জমি পেলেন উইন্ডিজ ক্রিকেটার

রুদ্ধশ্বাস ফাইনাল জিতে প্রথমবারের মতো কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জিতেছে মন্ট্রিয়ল টাইগার্স। ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য সিরিজ দুটো পুরস্কারই গতকাল পেয়েছেন মন্ট্রিয়ল টাইগার্সের শারফেন রাদারফোর্ড। রাদারফোর্ডের সিরিজসেরার পুরস্কারটা ছিল আকর্ষণীয়। 

অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্সের প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। জাগুয়ার্সের বিপক্ষে ফাইনালে ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। পঞ্চম উইকেটে দিপেন্দ্র সিং আইরির সঙ্গে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়ে দলের জয় অনেকটা সহজ করে দেন রাদারফোর্ড। এরপর আন্দ্রে রাসেলের সঙ্গে ১২ বলে ২৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে রাদারফোর্ড মন্ট্রিয়লকে জিতিয়েছেন ২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপা। ফাইনালসেরার পুরস্কার হিসেবে রাদারফোর্ড পেয়েছেন ১০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৮ হাজার টাকা। আর সিরিজসেরার পুরস্কার হিসেবে আমেরিকায় অর্ধ একর জমি পেয়েছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ৪৪ গড়ে করেছেন ২২০ রান। টুর্নামেন্টে একটা ফিফটিও করেছেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক চ্যাম্পিয়ন মন্ট্রিয়ল টাইগার্সের। সর্বোচ্চ ২৩৪ রান করেছেন টাইগার্স অধিনায়ক ক্রিস লিন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২২০ রান রাদারফোর্ডের। তবে সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার্স দলের কেউ নন। ১৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ম্যাথ্যু ফোর্ডি ও জুনাইদ সিদ্দিকি। ফোর্ডি খেলেছেন সারে জাগুয়ার্স ও ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলেছেন জুনাইদ। ২০১৮ ও ২০১৯ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম দুই মৌসুমের শিরোপা জিতেছে ভ্যাঙ্কুভার নাইটস ও উইনিপেগ হকস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত