Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্টকে শাস্তি দিয়েছে আইসিসি। ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্টকে শাস্তি দিয়েছে আইসিসি। ছবি: এএফপি

ক্রিকেটারদের শাস্তির খবর এখন খুবই পরিচিত ঘটনা। বিভিন্ন কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দেয় ক্রিকেটারদের। এবার দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের অধিনায়ক লরা ভলভার্টকে শাস্তি দিল আইসিসি।

আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভাঙায় ভলভার্টকে তিরস্কার করেছে আইসিসি। একই সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটা তাঁর প্রথম অপরাধ। মাঠের দুই আম্পায়ার লরেন অ্যাগেনবাগ ও কেরিন ক্লাস্তে, তৃতীয় ও চতুর্থ আম্পায়ার বোঙ্গানি জেলে, সিফেলেসে গাসা অভিযোগ আনেন ভলভার্টের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে শাস্তি দিয়েছেন আইসিসির এমিরেটাস প্যানেলের ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ।

আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি পেয়েছেন ভলভার্ট। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড নারী ক্রিকেট দলের চলমান টেস্টের অপরাধেই শাস্তি পেয়েছেন ভলভার্ট। ইনিংসের ৪৫তম ওভারের দ্বিতীয় বলে সোফি একেলেস্টনের বলে এলবিডব্লিউ হয়ে ভলভার্ট আম্পায়ারের ওপর ক্ষোভ ঝাড়েন। ঘটনা ঘটেছে গতকাল টেস্টের দ্বিতীয় দিনে। প্রথম ইনিংসে ১৪৭ বলে ১১ চারে ৬৫ রান করেন ভলভার্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে সুবিধাজনক অবস্থায় আছে ইংল্যান্ড। ৩৫১ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেটে ৮ রান করেছে স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে ভলভার্ট ৪ রান করে এলবিডব্লিউ হয়েছেন লরেন বেলের বলে।

এক নম্বর ধারা ভাঙার সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। এক অথবা দুই ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে তাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত