বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩ মে। সিরিজ সামনে রেখে দল ঘোষণা করল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সিকান্দার রাজার নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।
জেডসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। রাজার নেতৃত্বাধীন দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন জোনাথন ক্যাম্পবেল। ২০১৭ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছেন ক্যাম্পবেল। স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ২৬ ম্যাচ।
ক্রেগ আরভিন ও শন উইলিয়ামসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন বাংলাদেশ সিরিজে। সঙ্গে আছেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো জিম্বাবুয়ের দুই তারকা পেসার। ক্লাইভ মাদান্দে, ব্রায়ান বেনেটের মতো তরুণ ক্রিকেটাররাও খেলবেন বাংলাদেশের বিপক্ষে। এ বছরের মার্চে ঘানায় আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং প্লেয়ার্স দল স্বর্ণপদক জিতেছে। মাদান্দে, বেনেট ও ক্যাম্পবেল জিম্বাবুয়ের স্বর্ণপদকজয়ী দলে ছিলেন।
বাংলাদেশ সিরিজ দিয়ে পুনরায় ডাক পেয়েছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টি ম্যাচটাই পেশাদার ক্রিকেটে মারুমানির সবশেষ ম্যাচ। আকরাম সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এ বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সংস্করণে। তবে গত বছরের ২৯ অক্টোবর জিম্বাবুয়ের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন আকরাম। সেই ম্যাচে জিম্বাবুয়ে ৭ উইকেটে হেরেছে নামিবিয়ার কাছে।
জিম্বাবুয়ে দলে এখনো পর্যন্ত প্রধান কোচ নেই। বাংলাদেশ সিরিজে সেই দায়িত্বটা নেবেন স্টুয়ার্ট মাতসিকেনারি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। বাংলাদেশ গতকাল ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। সেই দলে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নেই।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, জয়লর্ড গাম্বি, লুক জংগুয়ে, তাদিওয়ানাশে মারুমানি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলি নদলোভু, রিচার্ড এনগারাভা।
আরও পড়ুন:
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩ মে। সিরিজ সামনে রেখে দল ঘোষণা করল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সিকান্দার রাজার নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।
জেডসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। রাজার নেতৃত্বাধীন দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন জোনাথন ক্যাম্পবেল। ২০১৭ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছেন ক্যাম্পবেল। স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ২৬ ম্যাচ।
ক্রেগ আরভিন ও শন উইলিয়ামসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন বাংলাদেশ সিরিজে। সঙ্গে আছেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো জিম্বাবুয়ের দুই তারকা পেসার। ক্লাইভ মাদান্দে, ব্রায়ান বেনেটের মতো তরুণ ক্রিকেটাররাও খেলবেন বাংলাদেশের বিপক্ষে। এ বছরের মার্চে ঘানায় আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং প্লেয়ার্স দল স্বর্ণপদক জিতেছে। মাদান্দে, বেনেট ও ক্যাম্পবেল জিম্বাবুয়ের স্বর্ণপদকজয়ী দলে ছিলেন।
বাংলাদেশ সিরিজ দিয়ে পুনরায় ডাক পেয়েছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টি ম্যাচটাই পেশাদার ক্রিকেটে মারুমানির সবশেষ ম্যাচ। আকরাম সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এ বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সংস্করণে। তবে গত বছরের ২৯ অক্টোবর জিম্বাবুয়ের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন আকরাম। সেই ম্যাচে জিম্বাবুয়ে ৭ উইকেটে হেরেছে নামিবিয়ার কাছে।
জিম্বাবুয়ে দলে এখনো পর্যন্ত প্রধান কোচ নেই। বাংলাদেশ সিরিজে সেই দায়িত্বটা নেবেন স্টুয়ার্ট মাতসিকেনারি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। বাংলাদেশ গতকাল ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। সেই দলে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নেই।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, জয়লর্ড গাম্বি, লুক জংগুয়ে, তাদিওয়ানাশে মারুমানি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলি নদলোভু, রিচার্ড এনগারাভা।
আরও পড়ুন:
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৭ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৮ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৯ ঘণ্টা আগে