Ajker Patrika

রাজার নেতৃত্বে অচেনা ক্রিকেটার নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৯: ৪৩
Thumbnail image

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩ মে। সিরিজ সামনে রেখে দল ঘোষণা করল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সিকান্দার রাজার নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। 

জেডসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। রাজার নেতৃত্বাধীন দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন জোনাথন ক্যাম্পবেল। ২০১৭ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছেন ক্যাম্পবেল। স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ২৬ ম্যাচ। 

ক্রেগ আরভিন ও শন উইলিয়ামসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন বাংলাদেশ সিরিজে। সঙ্গে আছেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো জিম্বাবুয়ের দুই তারকা পেসার। ক্লাইভ মাদান্দে, ব্রায়ান বেনেটের মতো তরুণ ক্রিকেটাররাও খেলবেন বাংলাদেশের বিপক্ষে। এ বছরের মার্চে ঘানায় আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং প্লেয়ার্স দল স্বর্ণপদক জিতেছে। মাদান্দে, বেনেট ও ক্যাম্পবেল জিম্বাবুয়ের স্বর্ণপদকজয়ী দলে ছিলেন। 

বাংলাদেশ সিরিজ দিয়ে পুনরায় ডাক পেয়েছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টি ম্যাচটাই পেশাদার ক্রিকেটে মারুমানির সবশেষ ম্যাচ। আকরাম সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এ বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সংস্করণে। তবে গত বছরের ২৯ অক্টোবর জিম্বাবুয়ের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন আকরাম। সেই ম্যাচে জিম্বাবুয়ে ৭ উইকেটে হেরেছে নামিবিয়ার কাছে। 

জিম্বাবুয়ে দলে এখনো পর্যন্ত প্রধান কোচ নেই। বাংলাদেশ সিরিজে সেই দায়িত্বটা নেবেন স্টুয়ার্ট মাতসিকেনারি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। বাংলাদেশ গতকাল ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। সেই দলে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নেই। 

বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দল 
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, জয়লর্ড গাম্বি, লুক জংগুয়ে, তাদিওয়ানাশে মারুমানি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলি নদলোভু, রিচার্ড এনগারাভা।

আরও পড়ুন:  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত