Ajker Patrika

পাকিস্তানের কোচ হতে চান না ওয়াকার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৫: ৪২
পাকিস্তানের কোচ হতে চান না ওয়াকার

পাকিস্তানের পরবর্তী বোলিং কোচ কে হতে পারেন, তা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরে। ওয়াকার ইউনিসও ছিলেন সম্ভাব্য তালিকায়। তবে ওয়াকার জানালেন, কোচ হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। 

বর্তমানে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে আছেন শন টেইট। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে টেইটের চুক্তি শেষ হবে। ওয়াকারের পরবর্তী বোলিং কোচ হওয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল। গতকাল তিনি সামাজিক মাধ্যমে সবকিছু পরিষ্কার করেছেন। পাকিস্তানের সাবেক এই পেসার টুইটারে বলেছেন, ‘আমার পাকিস্তানের বোলিং কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলছে। সবাইকে স্পষ্ট করে বলতে চাই, আমাকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পাকিস্তানের কোচ হওয়ার কোনো ইচ্ছাও নেই।’ 

এর আগে ২০১৯-এর সেপ্টেম্বরে পাকিস্তানের বোলিং কোচ হয়েছিলেন ওয়াকার। ২০২১-এর সেপ্টেম্বরে পদত্যাগ করেছিলেন। এ ছাড়া দুবার পাকিস্তানের প্রধান কোচও হয়েছিলেন। ২০১০ থেকে ২০১১ এবং ২০১৪ থেকে ২০১৬-এই দুই মেয়াদে পাকিস্তানের কোচের দায়িত্বে ছিলেন সাবেক এই পেসার। 

১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়াকার। পাকিস্তানের জার্সিতে ৮৭ টেস্ট ও ২৬২ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৭৮৯ উইকেট নিয়েছেন পাকিস্তানি এই পেসার। বোলিং গড় ২৩.৭০, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৫ বার এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হচ্ছেন ওয়াকার। ৯১৬ উইকেট নিয়ে পাকিস্তানের শীর্ষ উইকেট সংগ্রাহক ওয়াসিম আকরাম।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত