পাকিস্তানের পরবর্তী বোলিং কোচ কে হতে পারেন, তা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরে। ওয়াকার ইউনিসও ছিলেন সম্ভাব্য তালিকায়। তবে ওয়াকার জানালেন, কোচ হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।
বর্তমানে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে আছেন শন টেইট। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে টেইটের চুক্তি শেষ হবে। ওয়াকারের পরবর্তী বোলিং কোচ হওয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল। গতকাল তিনি সামাজিক মাধ্যমে সবকিছু পরিষ্কার করেছেন। পাকিস্তানের সাবেক এই পেসার টুইটারে বলেছেন, ‘আমার পাকিস্তানের বোলিং কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলছে। সবাইকে স্পষ্ট করে বলতে চাই, আমাকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পাকিস্তানের কোচ হওয়ার কোনো ইচ্ছাও নেই।’
এর আগে ২০১৯-এর সেপ্টেম্বরে পাকিস্তানের বোলিং কোচ হয়েছিলেন ওয়াকার। ২০২১-এর সেপ্টেম্বরে পদত্যাগ করেছিলেন। এ ছাড়া দুবার পাকিস্তানের প্রধান কোচও হয়েছিলেন। ২০১০ থেকে ২০১১ এবং ২০১৪ থেকে ২০১৬-এই দুই মেয়াদে পাকিস্তানের কোচের দায়িত্বে ছিলেন সাবেক এই পেসার।
১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়াকার। পাকিস্তানের জার্সিতে ৮৭ টেস্ট ও ২৬২ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৭৮৯ উইকেট নিয়েছেন পাকিস্তানি এই পেসার। বোলিং গড় ২৩.৭০, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৫ বার এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হচ্ছেন ওয়াকার। ৯১৬ উইকেট নিয়ে পাকিস্তানের শীর্ষ উইকেট সংগ্রাহক ওয়াসিম আকরাম।
পাকিস্তানের পরবর্তী বোলিং কোচ কে হতে পারেন, তা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরে। ওয়াকার ইউনিসও ছিলেন সম্ভাব্য তালিকায়। তবে ওয়াকার জানালেন, কোচ হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।
বর্তমানে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে আছেন শন টেইট। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে টেইটের চুক্তি শেষ হবে। ওয়াকারের পরবর্তী বোলিং কোচ হওয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল। গতকাল তিনি সামাজিক মাধ্যমে সবকিছু পরিষ্কার করেছেন। পাকিস্তানের সাবেক এই পেসার টুইটারে বলেছেন, ‘আমার পাকিস্তানের বোলিং কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলছে। সবাইকে স্পষ্ট করে বলতে চাই, আমাকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পাকিস্তানের কোচ হওয়ার কোনো ইচ্ছাও নেই।’
এর আগে ২০১৯-এর সেপ্টেম্বরে পাকিস্তানের বোলিং কোচ হয়েছিলেন ওয়াকার। ২০২১-এর সেপ্টেম্বরে পদত্যাগ করেছিলেন। এ ছাড়া দুবার পাকিস্তানের প্রধান কোচও হয়েছিলেন। ২০১০ থেকে ২০১১ এবং ২০১৪ থেকে ২০১৬-এই দুই মেয়াদে পাকিস্তানের কোচের দায়িত্বে ছিলেন সাবেক এই পেসার।
১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়াকার। পাকিস্তানের জার্সিতে ৮৭ টেস্ট ও ২৬২ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৭৮৯ উইকেট নিয়েছেন পাকিস্তানি এই পেসার। বোলিং গড় ২৩.৭০, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৫ বার এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হচ্ছেন ওয়াকার। ৯১৬ উইকেট নিয়ে পাকিস্তানের শীর্ষ উইকেট সংগ্রাহক ওয়াসিম আকরাম।
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
১ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
২ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
৪ ঘণ্টা আগে