Ajker Patrika

বিসিবি সভাপতির কাছ থেকে তামিম কেন পুরস্কার নেননি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২০: ২৭
তামিম ইকবাল পুরস্কার নেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে। ফাইল ছবি
তামিম ইকবাল পুরস্কার নেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে। ফাইল ছবি

ঢাকা ক্যাপিটালকে সহজেই হারিয়ে ছেলে আরহামকে নিয়ে তামিম ইকবাল ঠিক সময়েই চলে গিয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে। সেই ভিডিও এরই মধ্যে রিলস হিসেবে ফেসবুক নিজেদের পেজে প্রকাশও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম কোথায়?

ঢাকাকে ৮ উইকেটে হারানোর পথে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলা ম্যাচসেরার পুরস্কার জিতছেন তামিম। অথচ আজ বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাঁর জায়গায় বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে পুরস্কার নেওয়া এবং সম্প্রচারকারী টিভির সঙ্গে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, মাঠে থাকার পরও তামিম কেন বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নেননি?

ফরচুন বরিশাল দলীয় সূত্রে জানা গেছে, তামিম ঠিক সময়ে থাকলেও বিসিবি সভাপতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে দেরি করেছেন। কিছুটা বিরক্ত হয়ে বরিশাল অধিনায়ক তাই আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। তবে তিনি সংবাদ সম্মেলনে এসেছেন। সেখানে তাঁর কাছে ক্রিকেট বোর্ডে আসার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল।

তামিম বলেছেন, ‘এই মুহূর্তে নয় (বোর্ডে আসা)। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত