Ajker Patrika

ভারতকে মুড়িয়ে হাসানের হাসি

নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২৬
ভারতকে মুড়িয়ে হাসানের হাসি

সকাল থেকে আজ চিপকের আকাশ রৌদ্রকরোজ্জ্বল। প্রথম দিনের (গতকাল) চেয়ে তাপমাত্রা বেড়েছে কিছুটা। তবে আবহাওয়ার এই খবরের থেকে বাংলাদেশের জন্য যেন ‘স্বস্তি’ নিয়ে এনেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। ৪০০-এর আগে ভারতকে থামানোর যে কথা গতকাল সংবাদ সম্মেলনে হাসান বলেছিলেন, সেটা সফল হয়েছে। 

চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে মেডেন দিয়ে তাসকিনের শুরু। টপাটপ রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন—ভারতের এই ৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে দেখা গেল হাসি। সেখানে হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’ 

হাসানকে শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি। জসপ্রীত বুমরাকে ফিরিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ভারতের মাঠেও প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটা। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। রাওয়ালপিন্ডির মতো অনার্স বোর্ড অবশ্য নেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। থাকলে (চেন্নাইয়ে অনার্স বোর্ড) টানা দুই ম্যাচে নিশ্চিতভাবেই অনার্স বোর্ডে নাম উঠত বাংলাদেশের এই পেসারের। 

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত গুটিয়ে গেছে ৩৭৬ রানে। ২২.২ ওভারে ৮৩ রানে হাসান নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার আগে হাসান গতকাল রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত