নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
সকাল থেকে আজ চিপকের আকাশ রৌদ্রকরোজ্জ্বল। প্রথম দিনের (গতকাল) চেয়ে তাপমাত্রা বেড়েছে কিছুটা। তবে আবহাওয়ার এই খবরের থেকে বাংলাদেশের জন্য যেন ‘স্বস্তি’ নিয়ে এনেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। ৪০০-এর আগে ভারতকে থামানোর যে কথা গতকাল সংবাদ সম্মেলনে হাসান বলেছিলেন, সেটা সফল হয়েছে।
চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে মেডেন দিয়ে তাসকিনের শুরু। টপাটপ রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন—ভারতের এই ৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে দেখা গেল হাসি। সেখানে হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’
হাসানকে শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি। জসপ্রীত বুমরাকে ফিরিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ভারতের মাঠেও প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটা। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। রাওয়ালপিন্ডির মতো অনার্স বোর্ড অবশ্য নেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। থাকলে (চেন্নাইয়ে অনার্স বোর্ড) টানা দুই ম্যাচে নিশ্চিতভাবেই অনার্স বোর্ডে নাম উঠত বাংলাদেশের এই পেসারের।
চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত গুটিয়ে গেছে ৩৭৬ রানে। ২২.২ ওভারে ৮৩ রানে হাসান নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার আগে হাসান গতকাল রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: আবারও হাসানের ৫, ভারত শেষ ৩৭৬ রানে
সকাল থেকে আজ চিপকের আকাশ রৌদ্রকরোজ্জ্বল। প্রথম দিনের (গতকাল) চেয়ে তাপমাত্রা বেড়েছে কিছুটা। তবে আবহাওয়ার এই খবরের থেকে বাংলাদেশের জন্য যেন ‘স্বস্তি’ নিয়ে এনেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। ৪০০-এর আগে ভারতকে থামানোর যে কথা গতকাল সংবাদ সম্মেলনে হাসান বলেছিলেন, সেটা সফল হয়েছে।
চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে মেডেন দিয়ে তাসকিনের শুরু। টপাটপ রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন—ভারতের এই ৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে দেখা গেল হাসি। সেখানে হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’
হাসানকে শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি। জসপ্রীত বুমরাকে ফিরিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ভারতের মাঠেও প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটা। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। রাওয়ালপিন্ডির মতো অনার্স বোর্ড অবশ্য নেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। থাকলে (চেন্নাইয়ে অনার্স বোর্ড) টানা দুই ম্যাচে নিশ্চিতভাবেই অনার্স বোর্ডে নাম উঠত বাংলাদেশের এই পেসারের।
চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত গুটিয়ে গেছে ৩৭৬ রানে। ২২.২ ওভারে ৮৩ রানে হাসান নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার আগে হাসান গতকাল রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: আবারও হাসানের ৫, ভারত শেষ ৩৭৬ রানে
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন চোটে পড়েন ঋষভ পন্ত। বাঁ পায়ের আঙুল ভেঙে যাওয়ার পর এখন তাঁকে সময় বিশ্রামে থাকতে হচ্ছে। ২০২৫ এশিয়া কাপে ভারতের এই উইকেটকিপার-ব্যাটারকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সির
১ ঘণ্টা আগে২৪ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। তার আগে আজ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকেরা। এবার প্রাইজমানির দিক থেকে রীতিমতো ইতিহাস গড়েছে ইউএস ওপেন। ঘোষণা করেছে ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা। টেনিস ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ
২ ঘণ্টা আগেবগুড়ায় সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল ২০০৬ সালে। শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ভেন্যু থেকে এই দীর্ঘ সময়ে শুধু আন্তর্জাতিক ম্যাচই হারিয়ে যায়নি, হারিয়েছে ভেন্যু হিসেবে এর এক সময়ের জৌলুশও। বিপিএল কিংবা বিসিবির অন্যান্য ঘরোয়া টি-টোয়েন্টি আয়োজনেও আর নাম থাকে
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ফুটবলে নিয়মিত সাফল্য না থাকায় বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান যেন তৃতীয় বিশ্বে। মাঝেমধ্যে বিশ্ব ফুটবলে বাংলাদেশ যদি নাড়াও দেয়, সেটাও নেতিবাচক কারণে। সে ক্ষেত্রে ইতিবাচক ঘটনায় ফিফার বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম দেখাটা দুর্লভই বটে।
৩ ঘণ্টা আগে