ক্রীড়া ডেস্ক
দুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়লেন। তারপর থেকেই এ আলোচনা। হ্যারি ব্রুক, বেন স্টোকস ও জো রুট ছিলেন আলোচনায়। অবশেষে জানা গেল ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে, হ্যারি ব্রুক ইংল্যান্ডের নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেই হারায় ইংল্যান্ড। গ্রুপপর্ব উতরাতে পারেনি তারা। বাটলারের পর এবার ব্রুকে আস্থা রেখেছে ইসিবি। নেতৃত্ব পেয়ে ২৬ বছর বয়সী এ ব্যাটার বললেন, ‘ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা পাওয়াটা সত্যিই আমার জন্য এক বড় সম্মানের। আমি যখন ছোট ছিলাম এবং বার্লি ইন হোয়ার্ফডেলে ক্রিকেট খেলতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের হয়ে খেলার, ইংল্যান্ডের হয়ে খেলার, আর একদিন হয়তো দলের নেতৃত্ব দেওয়ার। এখন সেই সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।’
নিজের বর্তমান অবস্থানের জন্য পরিবার ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রুক, ‘আমি আমার পরিবার এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই, যারা প্রতিটি ধাপে আমাকে সমর্থন করেছেন। তাদের বিশ্বাসই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে এবং তাদের ছাড়া এটা সম্ভব হতো না।’
উচ্ছ্বসিত ব্রুক বললেন, ‘এই দেশে অনেক প্রতিভা আছে। আমি মুখিয়ে আছি শুরু করতে, দলকে এগিয়ে নিতে এবং সিরিজ, বিশ্বকাপ ও অন্যান্য বড় ইভেন্ট জয়ের জন্য কাজ করতে। আমি শুরু করার জন্য খুবই উচ্ছ্বসিত এবং আমি আমার সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’ ব্রুক ইংল্যান্ডের হয়ে ২৬ ম্যাচ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন ব্রুক।
দুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়লেন। তারপর থেকেই এ আলোচনা। হ্যারি ব্রুক, বেন স্টোকস ও জো রুট ছিলেন আলোচনায়। অবশেষে জানা গেল ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে, হ্যারি ব্রুক ইংল্যান্ডের নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেই হারায় ইংল্যান্ড। গ্রুপপর্ব উতরাতে পারেনি তারা। বাটলারের পর এবার ব্রুকে আস্থা রেখেছে ইসিবি। নেতৃত্ব পেয়ে ২৬ বছর বয়সী এ ব্যাটার বললেন, ‘ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা পাওয়াটা সত্যিই আমার জন্য এক বড় সম্মানের। আমি যখন ছোট ছিলাম এবং বার্লি ইন হোয়ার্ফডেলে ক্রিকেট খেলতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের হয়ে খেলার, ইংল্যান্ডের হয়ে খেলার, আর একদিন হয়তো দলের নেতৃত্ব দেওয়ার। এখন সেই সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।’
নিজের বর্তমান অবস্থানের জন্য পরিবার ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রুক, ‘আমি আমার পরিবার এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই, যারা প্রতিটি ধাপে আমাকে সমর্থন করেছেন। তাদের বিশ্বাসই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে এবং তাদের ছাড়া এটা সম্ভব হতো না।’
উচ্ছ্বসিত ব্রুক বললেন, ‘এই দেশে অনেক প্রতিভা আছে। আমি মুখিয়ে আছি শুরু করতে, দলকে এগিয়ে নিতে এবং সিরিজ, বিশ্বকাপ ও অন্যান্য বড় ইভেন্ট জয়ের জন্য কাজ করতে। আমি শুরু করার জন্য খুবই উচ্ছ্বসিত এবং আমি আমার সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’ ব্রুক ইংল্যান্ডের হয়ে ২৬ ম্যাচ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন ব্রুক।
ঈদের ছুটি শেষে আজ শুরু হয়েছে নারী ফুটবল দলের ক্যাম্প। তবে পিটার বাটলারের অধীনে সকালে অনুষ্ঠিত জিম সেশনে যোগ দেননি বিদ্রোহী ফুটবলারদের কেউ। যদিও গত ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটিয়েছেন তাঁরা। বিকেলে বাফুফে ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বাটলার। তবে জানা
৫ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছিল না বাংলাদেশ দলের। অবশেষে কোচিং প্যানেলে নতুন করে জাতীয় দলের ফিল্ডিং কোচ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট নতুন ফিল্ডিং কোচ শান্ত-মিরাজদের। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
৫ ঘণ্টা আগেফিলিস্তিনে নির্বিচারে, পাখির মতোই তো মানুষ মারছে দখলদার ইসরায়েল। সারা বিশ্বে আজ পালিত হচ্ছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। ক্রীড়াবিদেরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পাশে দাঁড়াচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও একের পর এক পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুশফিক-মাহমুদউল্লাহদের মন কাঁদছে...
৬ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা কাটিয়ে ১৫ মাস পর আবারও ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট হাতে ৯ রান ফিরলেও বল হাতে ১০ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার। তাঁর দল রূপগঞ্জ টাইগার্সও জিতেছে ৮ উইকেটে। লম্বা সময় পর মাঠে ফিরে উচ্ছ্বসিত নাসির...
৭ ঘণ্টা আগে