নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাহোর কালান্দার্সের স্কোয়াডে ছিলেন বাংলাদেশের তিন অলরাউন্ডার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে একাদশে জায়গা পেয়েছেন কেবল রিশাদ। ব্যাটিং ব্যর্থতায় জায়গা হারিয়েছেন সাকিব, তার জায়গায় একাদশে ঢুকেছেন সিকান্দার রাজা।
ম্যাচের দিন সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছান জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। জাতীয় দলের দায়িত্ব শেষে এসেই টসের মাত্র দশ মিনিট আগে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং সরাসরি নাম লেখান লাহোরের একাদশে।
অন্যদিকে সাকিব আল হাসান ব্যাট হাতে ছিলেন রীতিমতো নিষ্প্রভ। আগের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও দুবারই শূন্য রানে ফিরেছেন সাজঘরে। বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ফাইনালের একাদশে জায়গা ধরে রাখা সম্ভব হয়নি তার।
মিরাজও ছিলেন স্কোয়াডে, তবে তাকেও রাখা হয়নি ফাইনালের একাদশে। একমাত্র রিশাদ হোসেনই খেলছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। ফলে লাহোর কালান্দার্স স্কোয়াডে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার থাকলেও ফাইনালে মাঠে নামা হচ্ছে কেবল একজনের।
সাকিবকে বাদ দিয়ে রাজার অন্তর্ভুক্তি অবশ্য খুব একটা অপ্রত্যাশিত ছিল না। জাতীয় দলের দায়িত্ব শেষে মাত্র সময়মতো এসে একাদশে ঢুকে পড়া রাজার ওপর আস্থার প্রতিদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সিকান্দার রাজা, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।
লাহোর কালান্দার্সের স্কোয়াডে ছিলেন বাংলাদেশের তিন অলরাউন্ডার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে একাদশে জায়গা পেয়েছেন কেবল রিশাদ। ব্যাটিং ব্যর্থতায় জায়গা হারিয়েছেন সাকিব, তার জায়গায় একাদশে ঢুকেছেন সিকান্দার রাজা।
ম্যাচের দিন সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছান জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। জাতীয় দলের দায়িত্ব শেষে এসেই টসের মাত্র দশ মিনিট আগে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং সরাসরি নাম লেখান লাহোরের একাদশে।
অন্যদিকে সাকিব আল হাসান ব্যাট হাতে ছিলেন রীতিমতো নিষ্প্রভ। আগের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও দুবারই শূন্য রানে ফিরেছেন সাজঘরে। বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ফাইনালের একাদশে জায়গা ধরে রাখা সম্ভব হয়নি তার।
মিরাজও ছিলেন স্কোয়াডে, তবে তাকেও রাখা হয়নি ফাইনালের একাদশে। একমাত্র রিশাদ হোসেনই খেলছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। ফলে লাহোর কালান্দার্স স্কোয়াডে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার থাকলেও ফাইনালে মাঠে নামা হচ্ছে কেবল একজনের।
সাকিবকে বাদ দিয়ে রাজার অন্তর্ভুক্তি অবশ্য খুব একটা অপ্রত্যাশিত ছিল না। জাতীয় দলের দায়িত্ব শেষে মাত্র সময়মতো এসে একাদশে ঢুকে পড়া রাজার ওপর আস্থার প্রতিদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সিকান্দার রাজা, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে