Ajker Patrika

ফাইনালে নেই সাকিব, একাদশে রিশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইনালে নেই সাকিব, আছেন রিশাদ। ছবি: সংগৃহীত
ফাইনালে নেই সাকিব, আছেন রিশাদ। ছবি: সংগৃহীত

লাহোর কালান্দার্সের স্কোয়াডে ছিলেন বাংলাদেশের তিন অলরাউন্ডার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে একাদশে জায়গা পেয়েছেন কেবল রিশাদ। ব্যাটিং ব্যর্থতায় জায়গা হারিয়েছেন সাকিব, তার জায়গায় একাদশে ঢুকেছেন সিকান্দার রাজা।

ম্যাচের দিন সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছান জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। জাতীয় দলের দায়িত্ব শেষে এসেই টসের মাত্র দশ মিনিট আগে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং সরাসরি নাম লেখান লাহোরের একাদশে।

অন্যদিকে সাকিব আল হাসান ব্যাট হাতে ছিলেন রীতিমতো নিষ্প্রভ। আগের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও দুবারই শূন্য রানে ফিরেছেন সাজঘরে। বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ফাইনালের একাদশে জায়গা ধরে রাখা সম্ভব হয়নি তার।

মিরাজও ছিলেন স্কোয়াডে, তবে তাকেও রাখা হয়নি ফাইনালের একাদশে। একমাত্র রিশাদ হোসেনই খেলছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। ফলে লাহোর কালান্দার্স স্কোয়াডে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার থাকলেও ফাইনালে মাঠে নামা হচ্ছে কেবল একজনের।

সাকিবকে বাদ দিয়ে রাজার অন্তর্ভুক্তি অবশ্য খুব একটা অপ্রত্যাশিত ছিল না। জাতীয় দলের দায়িত্ব শেষে মাত্র সময়মতো এসে একাদশে ঢুকে পড়া রাজার ওপর আস্থার প্রতিদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সিকান্দার রাজা, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত