নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি।
টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর।
রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন।
ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮
ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯
১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮
১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি।
টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর।
রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন।
ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮
ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯
১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮
১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
রাজধানীর জাফরাবাদে গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে নুর ইসলাম (২৬) নামের এক আলোকচিত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দুর্গামন্দির গলির পাশে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেপারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান তোলে।
১ ঘণ্টা আগে‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় তিন দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই ঘটনার ছাপ দলের একাদশে। আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুজনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তরও।
৫ ঘণ্টা আগে