ক্রীড়া ডেস্ক
নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি।
টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর।
রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন।
ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮
ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯
১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮
১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি।
টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর।
রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন।
ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮
ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯
১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮
১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৮ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে