Ajker Patrika

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৫৯ রান

আপডেট : ১২ মে ২০২৩, ১৫: ৪৬
সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৫৯ রান

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে ১-১ সমতায়। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ তৃতীয় টি-টোয়েন্টি তাই হয়ে যায় সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের সামনে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। 

তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ১৬ রানেই ভেঙে যায় লঙ্কানদের ওপেনিং জুটি। চতুর্থ ওভারের প্রথম বলে ভিস্মি গুনারত্নের উইকেট নেন রাবেয়া খান। এরপর উইকেটে আসেন হারশিতা সামারাবিক্রমা। দ্বিতীয় উইকেট জুটিতে আতাপাত্তু-সামারাবিক্রমা যোগ করেন ২৭ রান। আতাপাত্তুকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। ২৩ বলে ৩২ রান করেন লঙ্কান অধিনায়ক। 

আতাপাত্তুর বিদায়ের পর উইকেটে আসেন আনুষ্কা সঞ্জীবনী। তবে বেশিক্ষণ তিনি উইকেটে টিকে থাকতে পারেননি। ৮ বলে ৪ রান করা আনুষ্কার উইকেট নেন ফাহিমা খাতুন। তাতে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৬ রান। এরপর পাঁচ নম্বরে নামা নিলাক্ষী ডি সিলভাকে নিয়ে বড় জুটি গড়তে অবদান রাখেন সামারাবিক্রমা। চতুর্থ উইকেটে নিলাক্ষী-সামারাবিক্রমা অবিচ্ছেদ্য ১০২ রানের জুটি গড়েন। ফিফটি করেছেন এই দুই ব্যাটার। সামারাবিক্রমা ৪২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। আর ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নিলাক্ষী। ঝোড়ো ইনিংস খেলার পথে ৪টি করে চার ও ছক্কা মেরেছেন নিলাক্ষী।নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫৮ রান করে লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া, নাহিদা ও ফাহিমা। স্বাগতিকদের দেওয়া ১৫৯ এর লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভারে ১ উইকেটে ৩ রান করে সফরকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত