Ajker Patrika

জ্বলে উঠলেন লিটনও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬: ৩৭
জ্বলে উঠলেন লিটনও

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ এবং পরের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে ব্যাট হাসেনি তাঁর। প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ১২ রান, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯। সিরিজজুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশের আফসোসের জায়গা রইল না লিটন রানে ফেরায়।

আজ মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লিটন ফিরেছেন স্বরূপে। ৪১ বলে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি। মিরপুরে তাঁর ব্যাটে বাংলাদেশও ছুটছে বড় সংগ্রহের পথে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.৪ ওভারে ১ উইকেটে ১২৯ রান। লিটন ৭০ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রানে অপরাজিত আছেন।

এর আগে ২৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। রনি-লিটনের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৭.৩ ওভারে দুজনে মিলে তোলেন ৫৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত