ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মন্টি পানেসার। তাই আগামী জাতীয় নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন ইংল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার। কিন্তু ঘোষণার এক সপ্তাহ পরেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন তিনি।
আগামী নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন মন্টি পানেসার। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘দেশের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ব্রিটেনের গর্বিত একজন নাগরিক। আমি এখন লোকদের সহায়তায় কিছু করতে চাই। কিন্তু বুঝতে পারছি রাজনীতির মাধ্যমে কীভাবে মানুষকে সহায়তা করা যায় সেই জার্নির শুরুর দিকে আছি এবং এখন শেখার মধ্যে রয়েছি। তাই ওয়ার্কাস পার্টির হয়ে সাধারণ নির্বাচনে দাঁড়াতে চাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছি।’
নিজের সিদ্ধান্ত বদলের ব্যাখ্যাও দিয়েছেন মন্টি পানেসার। তিনি লিখেছেন, ‘অনুভব করছি যে রাজনীতি শিখতে এবং জানতে আমার আরও কিছু সময় লাগবে। তবেই আমার ব্যক্তিত্ব এবং রাজনৈতিক মূল্যবোধের মানদন্ড দাঁড়িয়ে যাবে। ওয়ার্কাস পার্টির সবার জন্য শুভকামনা। পায়ের নিচে রাজনৈতিক মাটি এবং পরিপক্ক হওয়ার জন্য সময় নিচ্ছি। আগামীতে যেন রাজনীতির উইকেটে আমার সেরাটা দিতে পারি।’
জর্জ গ্যালোওয়ের ওয়াকার্স পার্টির হয়ে আগামী নির্বাচনে গ্রেটার লন্ডনের ইলিং সাউথহল অঞ্চলেে দাঁড়ানো ঘোষণা দিয়েছিলেন মন্টি পানেসার। ৪২ বছর বয়সী সাবেক ক্রিকেটারের বিষয়টি নিশ্চিত করেছিলেন দলের প্রধান গ্যালোওয়েও। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে চিত্র পাল্টে গেল। ভারতীয় বংশোদ্ভূত পানেসারের পুরো নাম মুধসুদন সিং পানেসার। প্রথম শিখ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে ২০০৬ সালে তাঁর টেস্টে অভিষেক হয়। ৫০ টেস্ট ১৬৭ উইকেট নিয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ওয়ানডের ২৪ উইকেটের বিপরীতে ২টি টি-টোয়েন্টিতে।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মন্টি পানেসার। তাই আগামী জাতীয় নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন ইংল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার। কিন্তু ঘোষণার এক সপ্তাহ পরেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন তিনি।
আগামী নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন মন্টি পানেসার। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘দেশের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ব্রিটেনের গর্বিত একজন নাগরিক। আমি এখন লোকদের সহায়তায় কিছু করতে চাই। কিন্তু বুঝতে পারছি রাজনীতির মাধ্যমে কীভাবে মানুষকে সহায়তা করা যায় সেই জার্নির শুরুর দিকে আছি এবং এখন শেখার মধ্যে রয়েছি। তাই ওয়ার্কাস পার্টির হয়ে সাধারণ নির্বাচনে দাঁড়াতে চাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছি।’
নিজের সিদ্ধান্ত বদলের ব্যাখ্যাও দিয়েছেন মন্টি পানেসার। তিনি লিখেছেন, ‘অনুভব করছি যে রাজনীতি শিখতে এবং জানতে আমার আরও কিছু সময় লাগবে। তবেই আমার ব্যক্তিত্ব এবং রাজনৈতিক মূল্যবোধের মানদন্ড দাঁড়িয়ে যাবে। ওয়ার্কাস পার্টির সবার জন্য শুভকামনা। পায়ের নিচে রাজনৈতিক মাটি এবং পরিপক্ক হওয়ার জন্য সময় নিচ্ছি। আগামীতে যেন রাজনীতির উইকেটে আমার সেরাটা দিতে পারি।’
জর্জ গ্যালোওয়ের ওয়াকার্স পার্টির হয়ে আগামী নির্বাচনে গ্রেটার লন্ডনের ইলিং সাউথহল অঞ্চলেে দাঁড়ানো ঘোষণা দিয়েছিলেন মন্টি পানেসার। ৪২ বছর বয়সী সাবেক ক্রিকেটারের বিষয়টি নিশ্চিত করেছিলেন দলের প্রধান গ্যালোওয়েও। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে চিত্র পাল্টে গেল। ভারতীয় বংশোদ্ভূত পানেসারের পুরো নাম মুধসুদন সিং পানেসার। প্রথম শিখ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে ২০০৬ সালে তাঁর টেস্টে অভিষেক হয়। ৫০ টেস্ট ১৬৭ উইকেট নিয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ওয়ানডের ২৪ উইকেটের বিপরীতে ২টি টি-টোয়েন্টিতে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
২ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
৩ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
৫ ঘণ্টা আগে