Ajker Patrika

তামিমের ফিফটি, বড় রানের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিমের ফিফটি, বড় রানের পথে বাংলাদেশ

অবশেষে রানের দেখা পেলেন তামিম ইকবাল। ১০ ইনিংস পর দেখা পেয়েছেন ফিফটিরও। তামিমের ফিফটি, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের দুটো মাঝারি ইনিংসে শেষ ওয়ানডেতে বড় রানের পথে আছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ২৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দলীয় ১৮ রানেই ভাঙে ওপেনিং জুটি। অভিষিক্ত রনি তালুকদারের আউটে ভাঙে এই জুটি। এরপর আরও ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এদিন লিটন দাসের জায়গায় তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করতে নামেন রনি। তবে অভিষেকটা রাঙাতে পারেননি। মার্ক এডেয়ারের বল খোঁচা দিয়ে আউট হয়েছেন মাত্র ৪ রানে। এরপর তামিমের সঙ্গে নাজমুল হোসেন শান্তর জুটিটা বড় কিছুরই আভাস দিচ্ছিল। কিন্তু আগের ম্যাচের মতো ইনিংস বড় করতে পারেননি শান্ত। দারুণ খেলতে থাকা তাঁর ইনিংস শেষ হয়েছে ৩৫ রানে। 

এতে তামিমের সঙ্গে শান্তর ৪৯ রানের জুটি ভাঙে। শান্তর আউটের পর তামিমের সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়ে ওঠে লিটন দাসের। কিন্তু শান্তর মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি লিটনও। ৩ চার আর এক ছয়ে তাঁর ৩৫ রানের ইনিংসটি শেষ হয়েছে অফ স্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে। ম্যাকব্রাইনকে লং অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে এডেয়ারের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। তামিমের সঙ্গে তাঁর জুটি থেকে উঠেছে ৭৬ বলে ৭০ রান। 

এই মুহূর্তে তামিম অপরাজিত আছেন ৫৪ রানে। চতুর্থ উইকেটে তাঁকে সঙ্গ দিতে থাকা হৃদয় মাত্র ফিরেছেন ১৩ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত