ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিলেন অলিভার রবিনসন। লর্ডসে অভিষিক্ত সেই রবিনসনই এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। রবিনসনের ঘটনায় নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তালিকায় নাম এসেছে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের! ১১ বছর আগে তাঁর একটি টুইট নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
স্টুয়ার্ট ব্রড আর অ্যান্ডারসন অনেক দিন ধরেই ইংলিশদের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। দুজনের বন্ধুত্বও দুর্দান্ত। সময় পেলেই টুইটারে খুনসুটি করতে দেখা যায় ইংলিশদের ইতিহাসসেরা এই পেস জুটিকে। ব্রডকে করা অ্যান্ডারসনের একটি টুইট এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০ ফেব্রুয়ারি, ২০১০, অ্যান্ডারসন সেই টুইটে লেখেন, ‘নতুনভাবে চুল কাটার পর ব্রডিকে (ব্রড) প্রথমবার দেখলাম। ঠিক জানি না, তবে আমার মনে হল ওকে ১৫ বছরের সমকামীদের মতো দেখাচ্ছে।’ জানা গেছে, এই টুইট রবিনসন বিতর্কের পর মুছে ফেলেছেন অ্যান্ডারসন।
রবিনসনের নিষেধাজ্ঞার পর ইংলিশ ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয়তা খতিয়ে দেখা হচ্ছে। ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আরও এক ক্রিকেটারের ‘বর্ণবাদী’ টুইটের খোঁজ পেয়েছে ইসিবি। বর্তমান দলের সঙ্গেই আছেন সেই ক্রিকেটার। তবে এখনো তাঁর নাম জানা যায়নি। এর মধ্যে অ্যান্ডারসনের এই টুইট অবাক করেছে সবাইকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয় থাকা নিয়ে কথা বলেছেন আন্ডারসনও। ইংলিশ পেসার বলেছেন, ‘১০-১১ বছর আগের ঘটনা। আমি এখন সম্পূর্ণ অন্য একটা মানুষ। আমার মনে হয় এটাই বাস্তবতা; আপনি ভুল করবেন, আর ভুল থেকেই শিক্ষা নেবেন।’
ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আগানো উচিত মনে করেন ৩৭ বছর বয়সী অ্যান্ডারসন, ‘আগের পুরোনো টুইটগুলো আমাদের আবার দেখা উচিত। ভুলগুলো চিহ্নিত করে নিজেদের শোধরানোই সবচেয়ে ভালো ব্যাপার হতে পারে।’
ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিলেন অলিভার রবিনসন। লর্ডসে অভিষিক্ত সেই রবিনসনই এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। রবিনসনের ঘটনায় নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তালিকায় নাম এসেছে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের! ১১ বছর আগে তাঁর একটি টুইট নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
স্টুয়ার্ট ব্রড আর অ্যান্ডারসন অনেক দিন ধরেই ইংলিশদের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। দুজনের বন্ধুত্বও দুর্দান্ত। সময় পেলেই টুইটারে খুনসুটি করতে দেখা যায় ইংলিশদের ইতিহাসসেরা এই পেস জুটিকে। ব্রডকে করা অ্যান্ডারসনের একটি টুইট এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০ ফেব্রুয়ারি, ২০১০, অ্যান্ডারসন সেই টুইটে লেখেন, ‘নতুনভাবে চুল কাটার পর ব্রডিকে (ব্রড) প্রথমবার দেখলাম। ঠিক জানি না, তবে আমার মনে হল ওকে ১৫ বছরের সমকামীদের মতো দেখাচ্ছে।’ জানা গেছে, এই টুইট রবিনসন বিতর্কের পর মুছে ফেলেছেন অ্যান্ডারসন।
রবিনসনের নিষেধাজ্ঞার পর ইংলিশ ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয়তা খতিয়ে দেখা হচ্ছে। ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আরও এক ক্রিকেটারের ‘বর্ণবাদী’ টুইটের খোঁজ পেয়েছে ইসিবি। বর্তমান দলের সঙ্গেই আছেন সেই ক্রিকেটার। তবে এখনো তাঁর নাম জানা যায়নি। এর মধ্যে অ্যান্ডারসনের এই টুইট অবাক করেছে সবাইকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয় থাকা নিয়ে কথা বলেছেন আন্ডারসনও। ইংলিশ পেসার বলেছেন, ‘১০-১১ বছর আগের ঘটনা। আমি এখন সম্পূর্ণ অন্য একটা মানুষ। আমার মনে হয় এটাই বাস্তবতা; আপনি ভুল করবেন, আর ভুল থেকেই শিক্ষা নেবেন।’
ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আগানো উচিত মনে করেন ৩৭ বছর বয়সী অ্যান্ডারসন, ‘আগের পুরোনো টুইটগুলো আমাদের আবার দেখা উচিত। ভুলগুলো চিহ্নিত করে নিজেদের শোধরানোই সবচেয়ে ভালো ব্যাপার হতে পারে।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৫ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৫ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৬ ঘণ্টা আগে