Ajker Patrika

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

ক্রীড়া ডেস্ক    
৩০০ তম ওয়ানডে রাঙাতে পারেননি কোহলি। ছবি: এএফপি
৩০০ তম ওয়ানডে রাঙাতে পারেননি কোহলি। ছবি: এএফপি

দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।

কিউইদের হয়ে দারুণ বোলিং করেছেন ম্যাট হেনরি। ৮ ওভারে ৪২ রান খরচে ৫ উইকেট শিকার করেন এই পেসার। ভারতীয় ব্যাটিং লাইনআপে শুরু থেকেই ধস নামান তিনি। প্রথমে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শুবমান গিলকে (২)। আরেক ওপেনার রোহিত শর্মাকে (১২) ফেরান কাইল জেমিসন।

এদিন ৩০০ তম ওয়ানডে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে মাইলফলকের ম্যাচটি রাঙাতে পারেননি তিনি (১১)। সেক্ষেত্রে অবশ্য কৃতিত্বের দাবিদার অবশ্য গ্লেন ফিলিপস। হেনরির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে অবিশ্বাস্য এক ক্যাচ ধরে ফিল্ডার হিসেবে নিজের খ্যাতিটা আরও উঁচুতে নিয়ে গেলেন এই অলরাউন্ডার।

এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে প্রতিরোধের চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। চতুর্থ উইকেট জুটিতে দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল ভারত। তবে অক্ষরকে ফিরিয়ে ৯৮ রানের এই জুটি ভাঙেন রাচিন রবীন্দ্র। ৬১ বলে ৩ চার ও এক ছক্কায় ৪২ রান করেন অক্ষর। আইয়ার অবশ্য ফিফটি তুলে নেন, কিন্তু সেঞ্চুরি করতে পারেননি। ৯৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৭৯ রানে তাঁকে থামান উইলিয়াম ও’রুর্কি।

আইয়ার চলে গেলে হেনরির দাপটে আর বড় সংগ্রহের দিকে যেতে পারেনি ভারত। হার্দিক পান্ডিয়া যদিও ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৫ রান করেন। কিন্তু দলীয় সংগ্রহ আড়াই শতে নিতে পারেননি তিনি। হেনরি বাদে একটি করে উইকেট শিকার করেন জেমিসন, ও’রুর্কি, মিচেল স্যান্টনার ও রবীন্দ্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত