Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেটমায়ার বাদ, আছেন হোল্ডার-মায়ার্স 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১২: ৩১
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেটমায়ার বাদ, আছেন হোল্ডার-মায়ার্স 

ফ্র্যাঞ্চাইজি লিগে পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই নিজের নামের সুবিচার করতে পারছেন না শিমরন হেটমায়ার, যার ফলও এবার পেলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেট থেকে বাদ পড়েছেন তিনি। 

দল ঘোষণার সময় হেটমায়ারকে ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো দলেই রাখেনি ডেসমন্ড হেইন্সের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটি। বাঁহাতি ব্যাটারকে না রাখলেও জেসন হোল্ডার ও কাইল মায়ার্সকে দলে রেখেছে ক্যারিবিয়ানরা। অবশ্য ওয়ানডেতে নয়, শুধু টি-টোয়েন্টিতে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দুজনে। 

সব মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে বলার মতো কোনো রান করতে পারেননি হেটমায়ার। মোটে ৪৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৩২ রান করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে ওয়ানডেতে। সর্বশেষ খেলা সংক্ষিপ্ত সংস্করণের দুই ম্যাচে ২ ও ১ রান করেছিলেন। হেটমায়ারের বাদ পড়ার সিরিজে প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন দুই ব্যাটার টেডি বিশপ ও টেভিন ইমলাচ। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল নির্বাচনের ক্ষেত্রে যাঁরা পারফর্ম করেছেন, তাঁদের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেইন্স। প্রধান নির্বাচক বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আমরা আশাই করেছিলাম ওয়ানডেতে আমারদের প্রতিদ্বন্দ্বী দল হবে অস্ট্রেলিয়া। আমরা নতুন কিছু খেলোয়াড়কে দলে ডেকেছি, যারা একটা বড় সময় ধরে পারফরম্যান্স করেছে এবং পুনরায় কিছু খেলোয়াড়কে ফেরানো হয়েছে, যাদের মনে করছি দলে প্রভাব রাখতে পারবে।’ 

সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে। শেষ দুটি ওয়ানডে হবে ৪ ও ৬ ফেব্রুয়ারি সিডনি ও ক্যানবেরায়। ওয়ানডে শেষে আগামী ৯ ফেব্রুয়ারি হোবার্টে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। পরের দুটি অ্যাডিলেড ও পার্থে ১১ ও ১৩ ফেব্রুয়ারি।

ওয়ানডে দল

শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিচ আথানাজে, টেডি বিশপ, কিয়াচি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, কাভেম হজ, গুদাকেশ মোতি, কেজর্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র। 

টি-টোয়েন্টি দল

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশান থমাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত