Ajker Patrika

যুবাদের বিশ্বকাপে নবীর ছেলে, রশিদের ভাগনে 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২১: ১৮
যুবাদের বিশ্বকাপে নবীর ছেলে, রশিদের ভাগনে 

আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৯ সালের ১৯ এপ্রিল। তখন তাঁর ছেলে হাসান ইশাখিলের বয়স ছিল ৩ বছর। ৩৮ বছর বয়সী নবীর সেই ছেলে এখন বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায়। সঙ্গে আছেন আফগান স্পিনার রশিদ খানের ভাগনে উসমান শিনওয়ারি।

আগামীকাল থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলে আছেন এ দুজন। হাসান মূল দলে থাকলেও রিজার্ভে শিনওয়ারি। বাবার মতোই অলরাউন্ডার হয়েছেন হাসান।

এবারের যুব বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপ আসায় আয়োজক স্বত্ব পায় দক্ষিণ আফ্রিকা। ২৩ দিনের এ বিশ্বকাপে এবারও লড়বে ১৬ দল। আফগানরা পড়েছে ‘ডি’ গ্রুপে। তাদের অন্য তিন সঙ্গী নেপাল, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: নাসির খান (অধিনায়ক), নুমান শাহ, হাসান হাসান ইশাখিল, ওয়াফিউল্লাহ তারাখিল, খালিদ তানিওয়াল, আলি আহমদে নাসার, জামশিদ জাদরান, সোহেল খান জুরমাটি, রহিমউল্লাহ জুরমাটি, আল্লাহ মোহাম্মদ, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজি, বশির আহমাদ, খলিল আহমদ, জাহিদ আফগান।

রিজার্ভ: ওয়াহিদুল্লাহ জাদরান, নাসির হাসান উসমান শিনওয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত