Ajker Patrika

এবার ফিজের ৩০ রানে ২ উইকেট, জিতল চেন্নাই

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০০: ৩৪
Thumbnail image

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। গতকাল দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি বাংলাদেশের কাটার মাস্টার। ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে তাঁর দল চেন্নাই সুপার কিংস ঠিকই জিতেছে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল তারা ৬৩ রানে হারিয়েছে গুজরাট টাইটানসকে।

টস হেরে প্রথমে ব্যাট করে মোস্তাফিজদের চেন্নাই। রাচিন রবীন্দ্রকে নিয়ে উদ্বোধনীতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৬২ রানের জুটি গড়লে বড় স্কোরের ভিত পায় চেন্নাই। দুই ওপেনারই ৪৬ রান করে আউট হয়ে যান। চারে ব্যাট করতে আসা শিবম দুবে ২৩ বলে ৫১ করলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ২০৬/৬।

যা টপকাতে এসে ৮ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। দিপক চাহার (২৮ /২), মোস্তাফিজুর রহমান (৩০ /২), তুষার দেশপান্ডে (২ /২১) মাতিশা পাতিরানার (১ /২৯) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুজরাটের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩১ বলে ৩৭ করেন সাই সুদর্শন।

গুজরাট ইনিংসের দ্বিতীয় ওভারেই বল করতে এসে ১০ রান দিয়েছিলেন মোস্তাফিজ। ১১ তম ওভারে দ্বিতীয় দফায় বল হাতে নিয়ে ১৩ রান দিয়েও থেকেছেন উইকেটশূন্য। তবে নিজের তৃতীয় ওভারটি করতে এসে স্বরূপে আবির্ভূত হন মোস্তাফিজ। রশিদ খানকে ফিরিয়ে দেওয়া গুজরাট ইনিংসের ১৭ তম ওভারটিতে দিয়েছেন মাত্র ১ রান। আর ১৯ তম ওভারে রাহুল তিওয়াতিয়াকে তুলে নেন মোস্তাফিজ; নিজের বোলিং ফিগারটির রূপ দেন—৪-০-৩০-২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত