ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাবর হায়াতের ফিফটির সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫০ রান তোলে হংকং ‘এ’ দল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে ১৫১ রানের লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্র ১) টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। বাংলাদেশ ইমার্জিং দল বিবেচনায় হংকং অনেকটা অভিজ্ঞ। জাতীয় দলের বেশ অভিজ্ঞ ক্রিকেটাররাই আছেন দলে। তবে বাংলাদেশের পেসার রিপন মণ্ডলের তোপেরমুখে তাদের ওপেনিং জুটি ফিরতে বাধ্য হয় ৯ রানে।
ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক আকবরকে ক্যাচ দিয়ে ফেরেন হংকংয়ের হয়ে ৪৪ টি-টোয়েন্টি খেলা ওপেনার জিশান আলী (৪)। ওভারে পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার আনশি রাঠ (২)। হংকংয়ের হয়ে ৫২ টি-টোয়েন্টি ১ হাজারের বেশি রান আছে তাঁর।
অধিনায়ক নিজাকাত খান ও বাবরের দ্বিতীয় উইকেটে জুটিতে ঘুরে দাঁড়ায় হংকং। ৬৩ বলে ৬৫ রান তোলেন দুজনে। ১৫ তম ওভারে নিজাকাতকে (২৫) বোল্ড করে বাংলাদেশকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। নিজাকাতও খেলেছেন আন্তর্জাতিক ৯৯ টি-টোয়েন্টি। ১৯ তম ওভারে ফেরেন বাবরও।
রেজাউর রহমান রাজার শিকার হওয়ার আগে ৬১ বলে ৮৫ রান করেছেন বাবর। ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। শেষ দিকে দ্রুত উইকেট হারায় হংকং। ২৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন বাংলাদেশের রিপন।
১৫১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জিসান আলম ফেরেন ১১ রান করে। ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসানও (৫)। থিতু হয়েও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে ২ ছক্কা ও একটি চারে করেছেন ২৮ রান।
গতিপথ বদলে যায় তাওহীদ হৃদয় ও আকবরের চতুর্থ উইকেট জুটিতে। ৩৪ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। ২২ বলে ২৯ করে আউট হন হৃদয়। দলের জয়ের পথ সহজ করে দিয়ে ফেরেন আকবরও। ৩টি ছক্কা ও ৪টি চারে ২৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।
রাব্বি ৮ ও ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। হংকংয়ের এহসান খান ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২১ অক্টোবর পরের ম্যাচে আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন আকবররা।
ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাবর হায়াতের ফিফটির সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫০ রান তোলে হংকং ‘এ’ দল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে ১৫১ রানের লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্র ১) টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। বাংলাদেশ ইমার্জিং দল বিবেচনায় হংকং অনেকটা অভিজ্ঞ। জাতীয় দলের বেশ অভিজ্ঞ ক্রিকেটাররাই আছেন দলে। তবে বাংলাদেশের পেসার রিপন মণ্ডলের তোপেরমুখে তাদের ওপেনিং জুটি ফিরতে বাধ্য হয় ৯ রানে।
ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক আকবরকে ক্যাচ দিয়ে ফেরেন হংকংয়ের হয়ে ৪৪ টি-টোয়েন্টি খেলা ওপেনার জিশান আলী (৪)। ওভারে পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার আনশি রাঠ (২)। হংকংয়ের হয়ে ৫২ টি-টোয়েন্টি ১ হাজারের বেশি রান আছে তাঁর।
অধিনায়ক নিজাকাত খান ও বাবরের দ্বিতীয় উইকেটে জুটিতে ঘুরে দাঁড়ায় হংকং। ৬৩ বলে ৬৫ রান তোলেন দুজনে। ১৫ তম ওভারে নিজাকাতকে (২৫) বোল্ড করে বাংলাদেশকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। নিজাকাতও খেলেছেন আন্তর্জাতিক ৯৯ টি-টোয়েন্টি। ১৯ তম ওভারে ফেরেন বাবরও।
রেজাউর রহমান রাজার শিকার হওয়ার আগে ৬১ বলে ৮৫ রান করেছেন বাবর। ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। শেষ দিকে দ্রুত উইকেট হারায় হংকং। ২৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন বাংলাদেশের রিপন।
১৫১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জিসান আলম ফেরেন ১১ রান করে। ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসানও (৫)। থিতু হয়েও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে ২ ছক্কা ও একটি চারে করেছেন ২৮ রান।
গতিপথ বদলে যায় তাওহীদ হৃদয় ও আকবরের চতুর্থ উইকেট জুটিতে। ৩৪ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। ২২ বলে ২৯ করে আউট হন হৃদয়। দলের জয়ের পথ সহজ করে দিয়ে ফেরেন আকবরও। ৩টি ছক্কা ও ৪টি চারে ২৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।
রাব্বি ৮ ও ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। হংকংয়ের এহসান খান ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২১ অক্টোবর পরের ম্যাচে আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন আকবররা।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৩ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৫ ঘণ্টা আগে