Ajker Patrika

বাবরের তাণ্ডব ছাপিয়ে আকবর-হৃদয়ে জিতল বাংলাদেশ

বাবরের তাণ্ডব ছাপিয়ে আকবর-হৃদয়ে জিতল বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাবর হায়াতের ফিফটির সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫০ রান তোলে হংকং ‘এ’ দল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে ১৫১ রানের লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ। 

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্র ১) টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। বাংলাদেশ ইমার্জিং দল বিবেচনায় হংকং অনেকটা অভিজ্ঞ। জাতীয় দলের বেশ অভিজ্ঞ ক্রিকেটাররাই আছেন দলে। তবে বাংলাদেশের পেসার রিপন মণ্ডলের তোপেরমুখে তাদের ওপেনিং জুটি ফিরতে বাধ্য হয় ৯ রানে। 

ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক আকবরকে ক্যাচ দিয়ে ফেরেন হংকংয়ের হয়ে ৪৪ টি-টোয়েন্টি খেলা ওপেনার জিশান আলী (৪)। ওভারে পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার আনশি রাঠ (২)। হংকংয়ের হয়ে ৫২ টি-টোয়েন্টি ১ হাজারের বেশি রান আছে তাঁর। 

অধিনায়ক নিজাকাত খান ও বাবরের দ্বিতীয় উইকেটে জুটিতে ঘুরে দাঁড়ায় হংকং। ৬৩ বলে ৬৫ রান তোলেন দুজনে। ১৫ তম ওভারে নিজাকাতকে (২৫) বোল্ড করে বাংলাদেশকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। নিজাকাতও খেলেছেন আন্তর্জাতিক ৯৯ টি-টোয়েন্টি। ১৯ তম ওভারে ফেরেন বাবরও। 

রেজাউর রহমান রাজার শিকার হওয়ার আগে ৬১ বলে ৮৫ রান করেছেন বাবর। ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। শেষ দিকে দ্রুত উইকেট হারায় হংকং। ২৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন বাংলাদেশের রিপন। 

 ১৫১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জিসান আলম ফেরেন ১১ রান করে। ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসানও (৫)। থিতু হয়েও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে ২ ছক্কা ও একটি চারে করেছেন ২৮ রান। 

গতিপথ বদলে যায় তাওহীদ হৃদয় ও আকবরের চতুর্থ উইকেট জুটিতে। ৩৪ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। ২২ বলে ২৯ করে আউট হন হৃদয়। দলের জয়ের পথ সহজ করে দিয়ে ফেরেন আকবরও। ৩টি ছক্কা ও ৪টি চারে ২৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। 

রাব্বি ৮ ও ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। হংকংয়ের এহসান খান ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২১ অক্টোবর পরের ম্যাচে আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন আকবররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত