Ajker Patrika

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

টি–টোয়েন্টির পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন তামিম ইকবাল। আঙুলের চোট থেকে সেরে ওঠার আগেই বাঁহাতি ওপেনারের নতুন চিড় ধরা পড়েছে। এর ফলে পাকিস্তান সিরিজ শুরুর আগেই শেষ হয়ে গেল তামিমের।

হাঁটুর চোটে পড়ে জুলাইয়ে জিম্বাবুয়ে থেকে টি–টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন তামিম। এরপর দুই মাস ক্রিকেট থেকেই দূরে থাকতে হয় ওয়ানডে অধিনায়ককে। সেই চোট সেরে উঠে অক্টোবরে নেপালের এভারেস্ট লিগে খেলতে গিয়েছিলেন তিনি। সেখানে আঙুলের চোটে পড়ে টুর্নামেন্টের মাঝখানেই দেশে ফিরতে হয় তামিমকে। এক মাস ধরে সেই চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনের প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

আঙুলের পুরোনো চোট থেকে প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন তামিম। শুরু করেছিলেন অনুশীলনও। টি–টোয়েন্টি সিরিজ মিস করলেও আশায় ছিলেন টেস্টে ফেরার। সে জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড থেকে খেলবেন। কিন্তু  ব্যথা আর ফোলা না কমায় নতুন করে এক্স-রে করান। সেখানেই ধরা পড়ে নতুন চিড় ।এর ফলে পাকিস্তান সিরিজ আর খেলা হচ্ছে না তামিমের।বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত