নিজস্ব প্রতিবেদক
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশ দলের পেস বিভাগ চোট-জর্জর। এ মুহূর্তে আইপিএলে খেলায় এই সিরিজে মোস্তাফিজকেও পাবে না দল।
ক্রিকেট বোর্ডও মোস্তাফিজকে শ্রীলঙ্কা সিরিজে ডেকে এনে বিরক্ত করতে চায় না। তবে একই সঙ্গে বোর্ড চায় লাল বলে প্রয়োজন অনুযায়ী খেলুক মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা নিয়ে এসব জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সব টেস্টে না হলেও প্রয়োজন অনুযায়ী মোস্তাফিজকে টেস্ট খেলাতে চান সুজন। ২৬ বছর বয়সী এই পেসারের এখনই সেরা সময় উল্লেখ করে সুজন বলেন, ‘মোস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিত। এখন তার সেরা সময়। আমরা তো বলছি না সব টেস্ট খেলতে হবে। আমি চাই বছরে অন্তত ৬-৮টা টেস্ট ম্যাচ তার খেলা উচিত। সেটা করলে আমরা পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। আমাদের ১২ জন ফাস্ট বোলার নিয়ে পুল থাকা দরকার, যারা তিন সংস্করণেই পারফর্ম করতে পারবে।’
সুজন মনে করেন বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজ। এখানকার পেসাররা চোটপ্রবণ মনে করিয়ে দিয়ে সুজন জানান, মোস্তাফিজ টেস্ট খেললে দলের সমন্বয় করা সহজ হয়, ‘বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মোস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন কিংবা টেকনিক-ট্যাকটিকস। এসব দিক থেকে তো মোস্তাফিজই সেরা। আজ তাসকিন চোটাক্রান্ত। আমাদের মূল বোলারদের একজন খেলতে পারবে না। মোস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকত। শরিফুলও যেকোনো সময় চোটে পড়তে পারে। তাসকিন ও শরিফুল এমন খেলোয়াড় যারা যেকোনো সময় চোটে পড়তে পারে। সে ক্ষেত্রে মোস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম।’
তিন সংস্করণে বিরতিহীনভাবে খেলে যাওয়ার ব্যাপারটি সবার ক্ষেত্রে অবশ্য প্রযোজ্য নয় মনে করেন সুজন। পরিষ্কার করেছেন, সিনিয়রদের ক্ষেত্রে অবশ্যই বিশ্রাম প্রয়োজন,‘সাকিব-তামিমদের বয়স ৩৪-৩৫। তাদের এখন বিরতি প্রয়োজন, তারা এটার যোগ্য। কিন্তু লিটন দাস তো বিশ্রামের যোগ্য না। লিটন যদি সাকিব-তামিম হতো, বলতাম সে-ও বিশ্রামের যোগ্য।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশ দলের পেস বিভাগ চোট-জর্জর। এ মুহূর্তে আইপিএলে খেলায় এই সিরিজে মোস্তাফিজকেও পাবে না দল।
ক্রিকেট বোর্ডও মোস্তাফিজকে শ্রীলঙ্কা সিরিজে ডেকে এনে বিরক্ত করতে চায় না। তবে একই সঙ্গে বোর্ড চায় লাল বলে প্রয়োজন অনুযায়ী খেলুক মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা নিয়ে এসব জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সব টেস্টে না হলেও প্রয়োজন অনুযায়ী মোস্তাফিজকে টেস্ট খেলাতে চান সুজন। ২৬ বছর বয়সী এই পেসারের এখনই সেরা সময় উল্লেখ করে সুজন বলেন, ‘মোস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিত। এখন তার সেরা সময়। আমরা তো বলছি না সব টেস্ট খেলতে হবে। আমি চাই বছরে অন্তত ৬-৮টা টেস্ট ম্যাচ তার খেলা উচিত। সেটা করলে আমরা পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। আমাদের ১২ জন ফাস্ট বোলার নিয়ে পুল থাকা দরকার, যারা তিন সংস্করণেই পারফর্ম করতে পারবে।’
সুজন মনে করেন বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজ। এখানকার পেসাররা চোটপ্রবণ মনে করিয়ে দিয়ে সুজন জানান, মোস্তাফিজ টেস্ট খেললে দলের সমন্বয় করা সহজ হয়, ‘বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মোস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন কিংবা টেকনিক-ট্যাকটিকস। এসব দিক থেকে তো মোস্তাফিজই সেরা। আজ তাসকিন চোটাক্রান্ত। আমাদের মূল বোলারদের একজন খেলতে পারবে না। মোস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকত। শরিফুলও যেকোনো সময় চোটে পড়তে পারে। তাসকিন ও শরিফুল এমন খেলোয়াড় যারা যেকোনো সময় চোটে পড়তে পারে। সে ক্ষেত্রে মোস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম।’
তিন সংস্করণে বিরতিহীনভাবে খেলে যাওয়ার ব্যাপারটি সবার ক্ষেত্রে অবশ্য প্রযোজ্য নয় মনে করেন সুজন। পরিষ্কার করেছেন, সিনিয়রদের ক্ষেত্রে অবশ্যই বিশ্রাম প্রয়োজন,‘সাকিব-তামিমদের বয়স ৩৪-৩৫। তাদের এখন বিরতি প্রয়োজন, তারা এটার যোগ্য। কিন্তু লিটন দাস তো বিশ্রামের যোগ্য না। লিটন যদি সাকিব-তামিম হতো, বলতাম সে-ও বিশ্রামের যোগ্য।’
৩৯ থেকে ৪০-এ উঠতে ক্রিস্টিয়ানো রোনালদোর আর বেশি সময় বাকি নেই। পর্তুগিজ তারকার ৪০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। জন্মদিনের আগে নিজেকেই নিজে দিলেন উপহার। উদযাপনেও এনেছেন ভিন্নতা।
৩৫ মিনিট আগেএক মৌসুমে আর কত ধাক্কা খাবে ম্যানচেস্টার সিটি। দুর্দশা যেন তাদের পিছুই ছাড়ছে না! এবার প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠে থেকে রীতিমতো ‘অপমানিত’ হয়েই ফিরতে হলো তাদের। হেরেছে ৫-১ গোলের বড় ব্যবধানে; যা শিরোপা লড়াইয়ে তাদের সম্ভাবনাকে আরও ফিকে করে দিল।
১ ঘণ্টা আগেআগের বারের মতো এবারের বিপিএলেও শুধু প্লে-অফ খেলাতে বিদেশি ক্রিকেটার এনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার মধ্যে রংপুর রাইডার্স গতকাল তিন বিদেশি এনে তাঁদের একাদশেও নিয়েছে। সেই তিন বিদেশি যেমন ব্যর্থ হয়েছেন, রংপুরও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
১ ঘণ্টা আগে২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে অ্যাকশন বদলে ফিরে আসেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ৯ বছর পর আবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়েছে।
২ ঘণ্টা আগে