নিজস্ব প্রতিবেদক
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশ দলের পেস বিভাগ চোট-জর্জর। এ মুহূর্তে আইপিএলে খেলায় এই সিরিজে মোস্তাফিজকেও পাবে না দল।
ক্রিকেট বোর্ডও মোস্তাফিজকে শ্রীলঙ্কা সিরিজে ডেকে এনে বিরক্ত করতে চায় না। তবে একই সঙ্গে বোর্ড চায় লাল বলে প্রয়োজন অনুযায়ী খেলুক মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা নিয়ে এসব জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সব টেস্টে না হলেও প্রয়োজন অনুযায়ী মোস্তাফিজকে টেস্ট খেলাতে চান সুজন। ২৬ বছর বয়সী এই পেসারের এখনই সেরা সময় উল্লেখ করে সুজন বলেন, ‘মোস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিত। এখন তার সেরা সময়। আমরা তো বলছি না সব টেস্ট খেলতে হবে। আমি চাই বছরে অন্তত ৬-৮টা টেস্ট ম্যাচ তার খেলা উচিত। সেটা করলে আমরা পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। আমাদের ১২ জন ফাস্ট বোলার নিয়ে পুল থাকা দরকার, যারা তিন সংস্করণেই পারফর্ম করতে পারবে।’
সুজন মনে করেন বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজ। এখানকার পেসাররা চোটপ্রবণ মনে করিয়ে দিয়ে সুজন জানান, মোস্তাফিজ টেস্ট খেললে দলের সমন্বয় করা সহজ হয়, ‘বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মোস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন কিংবা টেকনিক-ট্যাকটিকস। এসব দিক থেকে তো মোস্তাফিজই সেরা। আজ তাসকিন চোটাক্রান্ত। আমাদের মূল বোলারদের একজন খেলতে পারবে না। মোস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকত। শরিফুলও যেকোনো সময় চোটে পড়তে পারে। তাসকিন ও শরিফুল এমন খেলোয়াড় যারা যেকোনো সময় চোটে পড়তে পারে। সে ক্ষেত্রে মোস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম।’
তিন সংস্করণে বিরতিহীনভাবে খেলে যাওয়ার ব্যাপারটি সবার ক্ষেত্রে অবশ্য প্রযোজ্য নয় মনে করেন সুজন। পরিষ্কার করেছেন, সিনিয়রদের ক্ষেত্রে অবশ্যই বিশ্রাম প্রয়োজন,‘সাকিব-তামিমদের বয়স ৩৪-৩৫। তাদের এখন বিরতি প্রয়োজন, তারা এটার যোগ্য। কিন্তু লিটন দাস তো বিশ্রামের যোগ্য না। লিটন যদি সাকিব-তামিম হতো, বলতাম সে-ও বিশ্রামের যোগ্য।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশ দলের পেস বিভাগ চোট-জর্জর। এ মুহূর্তে আইপিএলে খেলায় এই সিরিজে মোস্তাফিজকেও পাবে না দল।
ক্রিকেট বোর্ডও মোস্তাফিজকে শ্রীলঙ্কা সিরিজে ডেকে এনে বিরক্ত করতে চায় না। তবে একই সঙ্গে বোর্ড চায় লাল বলে প্রয়োজন অনুযায়ী খেলুক মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা নিয়ে এসব জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সব টেস্টে না হলেও প্রয়োজন অনুযায়ী মোস্তাফিজকে টেস্ট খেলাতে চান সুজন। ২৬ বছর বয়সী এই পেসারের এখনই সেরা সময় উল্লেখ করে সুজন বলেন, ‘মোস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিত। এখন তার সেরা সময়। আমরা তো বলছি না সব টেস্ট খেলতে হবে। আমি চাই বছরে অন্তত ৬-৮টা টেস্ট ম্যাচ তার খেলা উচিত। সেটা করলে আমরা পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। আমাদের ১২ জন ফাস্ট বোলার নিয়ে পুল থাকা দরকার, যারা তিন সংস্করণেই পারফর্ম করতে পারবে।’
সুজন মনে করেন বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজ। এখানকার পেসাররা চোটপ্রবণ মনে করিয়ে দিয়ে সুজন জানান, মোস্তাফিজ টেস্ট খেললে দলের সমন্বয় করা সহজ হয়, ‘বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মোস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন কিংবা টেকনিক-ট্যাকটিকস। এসব দিক থেকে তো মোস্তাফিজই সেরা। আজ তাসকিন চোটাক্রান্ত। আমাদের মূল বোলারদের একজন খেলতে পারবে না। মোস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকত। শরিফুলও যেকোনো সময় চোটে পড়তে পারে। তাসকিন ও শরিফুল এমন খেলোয়াড় যারা যেকোনো সময় চোটে পড়তে পারে। সে ক্ষেত্রে মোস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম।’
তিন সংস্করণে বিরতিহীনভাবে খেলে যাওয়ার ব্যাপারটি সবার ক্ষেত্রে অবশ্য প্রযোজ্য নয় মনে করেন সুজন। পরিষ্কার করেছেন, সিনিয়রদের ক্ষেত্রে অবশ্যই বিশ্রাম প্রয়োজন,‘সাকিব-তামিমদের বয়স ৩৪-৩৫। তাদের এখন বিরতি প্রয়োজন, তারা এটার যোগ্য। কিন্তু লিটন দাস তো বিশ্রামের যোগ্য না। লিটন যদি সাকিব-তামিম হতো, বলতাম সে-ও বিশ্রামের যোগ্য।’
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১১ মিনিট আগেরানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
১ ঘণ্টা আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
২ ঘণ্টা আগে