নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বর থেকে সেরে ওঠায় আজ রাতে পাকিস্তান যাওয়ার কথা লিটন দাসের। রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন তিনি। তবে লিটনের পাকিস্তান যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ ধানমন্ডিতে নিজ কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন পাপন। সেখানে এক সংবাদকর্মী লিটনের পাকিস্তান যাওয়ার ব্যাপারে তাঁর কাছে জানতে চান। এ সময় পাপন বলেন, 'প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।'
পাপনের কথায় পরিষ্কার নির্বাচকেরাও হয়তো তাঁকে কিছু জানাননি। পাপন এ ব্যাপারে আরও বলেন, 'এখানে তো নির্বাচকেরাও এসেছিল। ওরাও তো...।’ কথা অসমাপ্ত রেখে এ সময় বিসিবি সভাপতি বলেন, 'কীভাবে যাবে? অনুমোদন (বিসিবি সভাপতির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা...আমার কাছে একদম... (অবাক)।'
লাহোরে থাকা অধিনায়ক সাকিব আল হাসান, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাকের সঙ্গে কথা হয়েছে পাপনের। তাঁর দাবি, তাঁরাও নাকি কিছু জানাননি। পাপন বলেন, 'আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ, রাজ্জাক, জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে এ ব্যাপারে বলেনি। এটা আমার জন্য নতুন কিছু।'
জ্বর থেকে সেরে ওঠায় আজ রাতে পাকিস্তান যাওয়ার কথা লিটন দাসের। রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন তিনি। তবে লিটনের পাকিস্তান যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ ধানমন্ডিতে নিজ কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন পাপন। সেখানে এক সংবাদকর্মী লিটনের পাকিস্তান যাওয়ার ব্যাপারে তাঁর কাছে জানতে চান। এ সময় পাপন বলেন, 'প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।'
পাপনের কথায় পরিষ্কার নির্বাচকেরাও হয়তো তাঁকে কিছু জানাননি। পাপন এ ব্যাপারে আরও বলেন, 'এখানে তো নির্বাচকেরাও এসেছিল। ওরাও তো...।’ কথা অসমাপ্ত রেখে এ সময় বিসিবি সভাপতি বলেন, 'কীভাবে যাবে? অনুমোদন (বিসিবি সভাপতির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা...আমার কাছে একদম... (অবাক)।'
লাহোরে থাকা অধিনায়ক সাকিব আল হাসান, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাকের সঙ্গে কথা হয়েছে পাপনের। তাঁর দাবি, তাঁরাও নাকি কিছু জানাননি। পাপন বলেন, 'আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ, রাজ্জাক, জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে এ ব্যাপারে বলেনি। এটা আমার জন্য নতুন কিছু।'
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৮ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪১ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে