Ajker Patrika

আফগানিস্তান সিরিজ থেকেই ডিআরএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪২
আফগানিস্তান সিরিজ থেকেই ডিআরএস

আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য একটি অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নিখুঁত করে তুলতে এই প্রযুক্তির বিকল্প নেই। অথচ গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ছাড়াই মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। নানা বিতর্কের মাঝে বিপিএলের শেষ অংশে বিসিবি ‘ডিআরএস’ সংযোজনের আভাস দিলেও এখন আর তা হচ্ছে না। 

শুরুর দিকে ডিআরএস প্রযুক্তি থাকলেও প্রয়োজনীয় কর্মী না থাকায় বাংলাদেশকে তা দিতে পারেনি ডিআরএস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘হকআই’। যদিও বিপিএলের শেষ পর্বে ডিআরএস প্রযুক্তি যুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বিসিবি। কিন্তু প্রযুক্তি আসলেও টেকনিশিয়ান না থাকায় বিপিএলে তা ব্যবহার সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে দেখা যাবে এই প্রযুক্তির ব্যবহার। 

আজ রোববার বিসিবির এক সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এমনটাই জানান। তিনি বলেছেন, ‘ডিআরএস পরিচালনার জন্য যে যে যন্ত্রপাতি দরকার সেগুলো ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই প্রযুক্তি পরিচালনার মানুষগুলো এখনো এসে পৌঁছায়নি।’ 

তানভীর আহমেদ আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, বিপিএলের এই রাউন্ড থেকে হয়তো ডিআরএস পাব। তবে সেটা মনে হয় আর হচ্ছে না। আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে এটা নিশ্চিত করা হয়েছে। বিপিএলে মনে হয় আর ডিআরএস সংযোজন সম্ভব হচ্ছে না’। 

ডিআরএস প্রযুক্তি না থাকলেও বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বিপিএলে ‘এডিআরএস’ ব্যবহার করছে বিসিবি। এর মাধ্যমে বেশ কয়েকটি ম্যাচে ইতিবাচক ফল পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত