নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য একটি অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নিখুঁত করে তুলতে এই প্রযুক্তির বিকল্প নেই। অথচ গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ছাড়াই মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। নানা বিতর্কের মাঝে বিপিএলের শেষ অংশে বিসিবি ‘ডিআরএস’ সংযোজনের আভাস দিলেও এখন আর তা হচ্ছে না।
শুরুর দিকে ডিআরএস প্রযুক্তি থাকলেও প্রয়োজনীয় কর্মী না থাকায় বাংলাদেশকে তা দিতে পারেনি ডিআরএস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘হকআই’। যদিও বিপিএলের শেষ পর্বে ডিআরএস প্রযুক্তি যুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বিসিবি। কিন্তু প্রযুক্তি আসলেও টেকনিশিয়ান না থাকায় বিপিএলে তা ব্যবহার সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে দেখা যাবে এই প্রযুক্তির ব্যবহার।
আজ রোববার বিসিবির এক সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এমনটাই জানান। তিনি বলেছেন, ‘ডিআরএস পরিচালনার জন্য যে যে যন্ত্রপাতি দরকার সেগুলো ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই প্রযুক্তি পরিচালনার মানুষগুলো এখনো এসে পৌঁছায়নি।’
তানভীর আহমেদ আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, বিপিএলের এই রাউন্ড থেকে হয়তো ডিআরএস পাব। তবে সেটা মনে হয় আর হচ্ছে না। আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে এটা নিশ্চিত করা হয়েছে। বিপিএলে মনে হয় আর ডিআরএস সংযোজন সম্ভব হচ্ছে না’।
ডিআরএস প্রযুক্তি না থাকলেও বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বিপিএলে ‘এডিআরএস’ ব্যবহার করছে বিসিবি। এর মাধ্যমে বেশ কয়েকটি ম্যাচে ইতিবাচক ফল পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য একটি অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নিখুঁত করে তুলতে এই প্রযুক্তির বিকল্প নেই। অথচ গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ছাড়াই মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। নানা বিতর্কের মাঝে বিপিএলের শেষ অংশে বিসিবি ‘ডিআরএস’ সংযোজনের আভাস দিলেও এখন আর তা হচ্ছে না।
শুরুর দিকে ডিআরএস প্রযুক্তি থাকলেও প্রয়োজনীয় কর্মী না থাকায় বাংলাদেশকে তা দিতে পারেনি ডিআরএস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘হকআই’। যদিও বিপিএলের শেষ পর্বে ডিআরএস প্রযুক্তি যুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বিসিবি। কিন্তু প্রযুক্তি আসলেও টেকনিশিয়ান না থাকায় বিপিএলে তা ব্যবহার সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে দেখা যাবে এই প্রযুক্তির ব্যবহার।
আজ রোববার বিসিবির এক সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এমনটাই জানান। তিনি বলেছেন, ‘ডিআরএস পরিচালনার জন্য যে যে যন্ত্রপাতি দরকার সেগুলো ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই প্রযুক্তি পরিচালনার মানুষগুলো এখনো এসে পৌঁছায়নি।’
তানভীর আহমেদ আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, বিপিএলের এই রাউন্ড থেকে হয়তো ডিআরএস পাব। তবে সেটা মনে হয় আর হচ্ছে না। আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে এটা নিশ্চিত করা হয়েছে। বিপিএলে মনে হয় আর ডিআরএস সংযোজন সম্ভব হচ্ছে না’।
ডিআরএস প্রযুক্তি না থাকলেও বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বিপিএলে ‘এডিআরএস’ ব্যবহার করছে বিসিবি। এর মাধ্যমে বেশ কয়েকটি ম্যাচে ইতিবাচক ফল পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৫ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৭ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৮ ঘণ্টা আগে