Ajker Patrika

অভিমানে বিশ্বকাপ শেষে অবসর নিচ্ছেন ইংলিশ পেসার

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

এ বিশ্বকাপই অনেক ক্রিকেটের ক্যারিয়ারের শেষ মঞ্চ। অনেকে হয়তো আরও কিছুদিন খেলে যাবেন, তবে এটিই হয়ে থাকবে শেষ বিশ্বকাপ। সাকিব আল হাসান ও কুইন্টন ডি ককের মতো তারকারা আরও হয়তো কিছুদিন খেলে যাবেন। তবে ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না। 

আবার হয়তো অনেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন। তাদের একজন ডেভিড উইলি। ইংলিশ পেসার জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণার এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত ৩৩ বছর বয়সী তারকার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন চুক্তিতে যে নেই উইলি। 

সেটিতে বেশ কষ্ট পেয়েছেন তিনি। এক প্রকার অভিমানের সুরেই বললেন, ‘আমি কখনো চাইনি এমন দিন আসুক। ছোটবেলা থেকে শুধু একটি স্বপ্নই দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলার। সুতরাং, বেশ সতর্ক চিন্তাভাবনা এবং বিবেচনায়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অনুভব করলাম, বিশ্বকাপ শেষে আমার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।’ 

চ্যাম্পিয়ন হিসেবে ভারতে এসে এ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। রাউন্ড রবিনের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে তারা। সেমিফাইনালে খেলার স্বপ্নও কার্যত শেষ। আর বিশ্বকাপে উইলি ৩ ম্যাচে খেলে নিয়েছেন ৫ উইকেট। ব্যাট হাতে নিয়েছেন ৩২ রান। ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এই বাঁহাতি পেসার ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত