এ বিশ্বকাপই অনেক ক্রিকেটের ক্যারিয়ারের শেষ মঞ্চ। অনেকে হয়তো আরও কিছুদিন খেলে যাবেন, তবে এটিই হয়ে থাকবে শেষ বিশ্বকাপ। সাকিব আল হাসান ও কুইন্টন ডি ককের মতো তারকারা আরও হয়তো কিছুদিন খেলে যাবেন। তবে ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না।
আবার হয়তো অনেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন। তাদের একজন ডেভিড উইলি। ইংলিশ পেসার জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণার এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত ৩৩ বছর বয়সী তারকার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন চুক্তিতে যে নেই উইলি।
সেটিতে বেশ কষ্ট পেয়েছেন তিনি। এক প্রকার অভিমানের সুরেই বললেন, ‘আমি কখনো চাইনি এমন দিন আসুক। ছোটবেলা থেকে শুধু একটি স্বপ্নই দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলার। সুতরাং, বেশ সতর্ক চিন্তাভাবনা এবং বিবেচনায়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অনুভব করলাম, বিশ্বকাপ শেষে আমার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।’
চ্যাম্পিয়ন হিসেবে ভারতে এসে এ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। রাউন্ড রবিনের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে তারা। সেমিফাইনালে খেলার স্বপ্নও কার্যত শেষ। আর বিশ্বকাপে উইলি ৩ ম্যাচে খেলে নিয়েছেন ৫ উইকেট। ব্যাট হাতে নিয়েছেন ৩২ রান। ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এই বাঁহাতি পেসার ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন।
এ বিশ্বকাপই অনেক ক্রিকেটের ক্যারিয়ারের শেষ মঞ্চ। অনেকে হয়তো আরও কিছুদিন খেলে যাবেন, তবে এটিই হয়ে থাকবে শেষ বিশ্বকাপ। সাকিব আল হাসান ও কুইন্টন ডি ককের মতো তারকারা আরও হয়তো কিছুদিন খেলে যাবেন। তবে ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না।
আবার হয়তো অনেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন। তাদের একজন ডেভিড উইলি। ইংলিশ পেসার জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণার এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত ৩৩ বছর বয়সী তারকার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন চুক্তিতে যে নেই উইলি।
সেটিতে বেশ কষ্ট পেয়েছেন তিনি। এক প্রকার অভিমানের সুরেই বললেন, ‘আমি কখনো চাইনি এমন দিন আসুক। ছোটবেলা থেকে শুধু একটি স্বপ্নই দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলার। সুতরাং, বেশ সতর্ক চিন্তাভাবনা এবং বিবেচনায়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অনুভব করলাম, বিশ্বকাপ শেষে আমার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।’
চ্যাম্পিয়ন হিসেবে ভারতে এসে এ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। রাউন্ড রবিনের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে তারা। সেমিফাইনালে খেলার স্বপ্নও কার্যত শেষ। আর বিশ্বকাপে উইলি ৩ ম্যাচে খেলে নিয়েছেন ৫ উইকেট। ব্যাট হাতে নিয়েছেন ৩২ রান। ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এই বাঁহাতি পেসার ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে