Ajker Patrika

গ্যালারিতে আফগান-পাকিস্তান ‘মারামারি’ চান না রশিদ খান 

গ্যালারিতে আফগান-পাকিস্তান ‘মারামারি’ চান না রশিদ খান 

আরব আমিরাতে আজ সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিন বলেই দুবাইয়ে প্রবাসী পাকিস্তান-আফগান সমর্থকদের ঢল নামবে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে, উপমহাদেশের নব্য ‘দ্বৈরথ’ পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দেখতে। আর এই ‘ঢল’ শব্দটাতেই যত দুশ্চিন্তা আফগান লেগস্পিনার রশিদ খানের। 

দুই বছর আগে লিডসে এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের ক্ষোভ থেকে গ্যালারিতে হাতাহাতিতে জড়ান আফগান সমর্থকেরা। দুবাইয়ে আজ আরেক পাকিস্তান-আফগানিস্তান ম্যাচেও শঙ্কা থাকছে দুই বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার। 

অতীতের পুনরাবৃত্তি হওয়া ঠেকাতে নিজ দেশের দর্শকদের ঠান্ডা মেজাজে খেলা দেখার অনুরোধ করেছেন রশিদ খান। গতকাল সংবাদ সম্মেলনে সাবেক আফগান অধিনায়ক বলেছেন, ‘আমি সমর্থকদের অনুরোধ করব তারা যেন ঠান্ডাভাবে খেলাটা উপভোগ করেন। ২০১৯ সালের ঘটনা যেন আর না ঘটে।’ 

টুর্নামেন্টে এখনো অপরাজিত আফগানিস্তান-পাকিস্তান। দুই দলের সেমিফাইনালে যাওয়া লড়াইটা আজ তাই উপভোগ্য হবে বলেই বিশ্বাস রশিদের, ‘অবশ্যই দারুণ একটা লড়াই হবে। তবে আমার অনুরোধ খেলাটা যেন খেলার জায়গায় থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত