ক্রীড়া ডেস্ক
না এবার আর ভাগ্য পাশে থাকল না নিউজিল্যান্ডের। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত। দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
শিরোপা খোয়ালেও টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়নস ট্রফির আগে তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে আলো ছড়ান বাঁহাতি এই ব্যাটার। ১০ ম্যাচে ৩ সেঞ্চুরিসহ ৫৭৮ রান করেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও টেনে আনেন সেই ফর্ম।
প্রথম ম্যাচে না খেললেও পরের ৪ ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেন রবীন্দ্র। টুর্নামেন্টে তাঁর ওপরে যেতে পারেননি আর কোনো ব্যাটার। পুরস্কার জিতেই তিনি তুলে ধরলেন ক্রিকেটের নিষ্ঠুরতা। রবীন্দ্র বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, আর দলের হয়ে খেলাটা আরও আনন্দের। হয়তো ভালো উইকেটে খেলি বলেই আইসিসি টুর্নামেন্টে ভালো করি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কারণ এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে থাকি। অতীত নিয়ে আমি খুবই গর্বিত। কৃতজ্ঞতা জানাতে চাই অনেকের প্রতি। শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা। এখানে অভিজ্ঞ কিংবা নতুনদের মধ্যে কোনো বিভাজন নেই। দলে সবাই অবদান রেখেছে এবং আমরা একটি দল হিসেবে লড়াই করেছি।’
ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এদিকে টুর্নামেন্ট জুড়ে বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ম্যাট হেনরি। যদিও চোটের কারণে ফাইনালে খেলতে না পারার দুঃখ তাঁর রয়েছে। তবে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারেননি কোনো বোলার। ৪ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এই পেসার। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট ভারতের বরুণ চক্রবর্তীর।
সেরা ব্যাটার
রান ব্যাটার গড় ১০০ / ৫০
২৬৩ রাচিন রবীন্দ্র ৬৫.৭৫ ২ /০
২৪৩ শ্রেয়াস আইয়ার ৪৮.৬০ ০ /২
২২৭ বেন ডাকেট ৭৫.৬৬ ১ /০
২২৫ জো রুট ৭৫.০০ ১ /১
২১৮ বিরাট কোহলি ৫৪.৫০ ১ /১
সেরা বোলার
উইকেট বোলার গড় ৫
১০ ম্যাট হেনরি ১৬.৭০ ১
৯ বরুণ চক্রবর্তী ১৫.১১ ১
৯ মোহাম্মদ শামি ২৫.৮৮ ১
৯ মিচেল স্যান্টনার ২৬.৩৩ ০
৮ মাইকেল ব্রেসওয়েল ২৫.১২ ০
না এবার আর ভাগ্য পাশে থাকল না নিউজিল্যান্ডের। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত। দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
শিরোপা খোয়ালেও টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়নস ট্রফির আগে তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে আলো ছড়ান বাঁহাতি এই ব্যাটার। ১০ ম্যাচে ৩ সেঞ্চুরিসহ ৫৭৮ রান করেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও টেনে আনেন সেই ফর্ম।
প্রথম ম্যাচে না খেললেও পরের ৪ ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেন রবীন্দ্র। টুর্নামেন্টে তাঁর ওপরে যেতে পারেননি আর কোনো ব্যাটার। পুরস্কার জিতেই তিনি তুলে ধরলেন ক্রিকেটের নিষ্ঠুরতা। রবীন্দ্র বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, আর দলের হয়ে খেলাটা আরও আনন্দের। হয়তো ভালো উইকেটে খেলি বলেই আইসিসি টুর্নামেন্টে ভালো করি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কারণ এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে থাকি। অতীত নিয়ে আমি খুবই গর্বিত। কৃতজ্ঞতা জানাতে চাই অনেকের প্রতি। শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা। এখানে অভিজ্ঞ কিংবা নতুনদের মধ্যে কোনো বিভাজন নেই। দলে সবাই অবদান রেখেছে এবং আমরা একটি দল হিসেবে লড়াই করেছি।’
ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এদিকে টুর্নামেন্ট জুড়ে বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ম্যাট হেনরি। যদিও চোটের কারণে ফাইনালে খেলতে না পারার দুঃখ তাঁর রয়েছে। তবে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারেননি কোনো বোলার। ৪ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এই পেসার। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট ভারতের বরুণ চক্রবর্তীর।
সেরা ব্যাটার
রান ব্যাটার গড় ১০০ / ৫০
২৬৩ রাচিন রবীন্দ্র ৬৫.৭৫ ২ /০
২৪৩ শ্রেয়াস আইয়ার ৪৮.৬০ ০ /২
২২৭ বেন ডাকেট ৭৫.৬৬ ১ /০
২২৫ জো রুট ৭৫.০০ ১ /১
২১৮ বিরাট কোহলি ৫৪.৫০ ১ /১
সেরা বোলার
উইকেট বোলার গড় ৫
১০ ম্যাট হেনরি ১৬.৭০ ১
৯ বরুণ চক্রবর্তী ১৫.১১ ১
৯ মোহাম্মদ শামি ২৫.৮৮ ১
৯ মিচেল স্যান্টনার ২৬.৩৩ ০
৮ মাইকেল ব্রেসওয়েল ২৫.১২ ০
কিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৩৩ মিনিট আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেদুজনের শুরুটা হয়েছে একই বছরে। এরপর থেকে তাদের নিয়ে তুলনায় তর্কে বেঁধে যান অনেকেই। এবার সেই প্রশ্নই রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। শেন ওয়ার্ন নাকি মুত্তিয়া মুরালিধরণ, তাঁর চোখে কে সেরা? টেস্টে ১১৯৫৩ রান করা লারা অবশ্য ওয়ার্নকেই এগিয়ে রাখলেন। তবে এটাও মুরালির মতো...
৩ ঘণ্টা আগে