নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নানা জটিলতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট টিভিতে দেখতে পারেননি বাংলাদেশের দর্শকেরা। তবে সুখবর পাচ্ছেন তাঁরা। দ্বিতীয় টেস্ট থেকে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো টিভিতেই দেখতে পারবেন দর্শকেরা। দেশের প্রথম খেলাভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস দেখাবে সিরিজের বাকি অংশ।
খেলা দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদিক। এ কর্মকর্তা জানান, ‘দেশের একমাত্র খেলার চ্যানেল হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ জানা গেছে, সম্প্রচার নিয়ে যে জটিলতা ছিল, তা কেটে যাওয়ায় চ্যানেলটি খেলা দেখাতে সম্মত হয়েছে।
অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষে আজ সেন্ট লুসিয়ায় যাচ্ছে বাংলাদেশ। ২৪ জুন থেকে এখানে হবে দ্বিতীয় টেস্ট। এরপর আগামী ২, ৩ ও ৭ জুলাই হবে এ সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১০, ১৩ এবং ১৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে টিভি স্বত্ব কেনে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। নিয়ম অনুযায়ী বাংলাদেশের কোনো টিভিতে খেলা সম্প্রচার করাতে হলে টিএসএমের কাছ থেকে ফিড নিয়েই করতে হতো। কিন্তু ঝামেলা বাধে টিএসএমের সঙ্গে ওই কনসোর্টিয়ামের ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়। যার ফলে বাংলাদেশের খেলা টিভিতে দেখানো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
নানা জটিলতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট টিভিতে দেখতে পারেননি বাংলাদেশের দর্শকেরা। তবে সুখবর পাচ্ছেন তাঁরা। দ্বিতীয় টেস্ট থেকে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো টিভিতেই দেখতে পারবেন দর্শকেরা। দেশের প্রথম খেলাভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস দেখাবে সিরিজের বাকি অংশ।
খেলা দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদিক। এ কর্মকর্তা জানান, ‘দেশের একমাত্র খেলার চ্যানেল হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ জানা গেছে, সম্প্রচার নিয়ে যে জটিলতা ছিল, তা কেটে যাওয়ায় চ্যানেলটি খেলা দেখাতে সম্মত হয়েছে।
অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষে আজ সেন্ট লুসিয়ায় যাচ্ছে বাংলাদেশ। ২৪ জুন থেকে এখানে হবে দ্বিতীয় টেস্ট। এরপর আগামী ২, ৩ ও ৭ জুলাই হবে এ সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১০, ১৩ এবং ১৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে টিভি স্বত্ব কেনে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। নিয়ম অনুযায়ী বাংলাদেশের কোনো টিভিতে খেলা সম্প্রচার করাতে হলে টিএসএমের কাছ থেকে ফিড নিয়েই করতে হতো। কিন্তু ঝামেলা বাধে টিএসএমের সঙ্গে ওই কনসোর্টিয়ামের ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়। যার ফলে বাংলাদেশের খেলা টিভিতে দেখানো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৫ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২৩ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে