Ajker Patrika

অবশেষে টিভিতে খেলা দেখতে পারবেন দর্শকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২২, ২১: ০৭
অবশেষে টিভিতে খেলা দেখতে পারবেন দর্শকেরা

নানা জটিলতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট টিভিতে দেখতে পারেননি বাংলাদেশের দর্শকেরা। তবে সুখবর পাচ্ছেন তাঁরা। দ্বিতীয় টেস্ট থেকে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো টিভিতেই দেখতে পারবেন দর্শকেরা। দেশের প্রথম খেলাভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস দেখাবে সিরিজের বাকি অংশ। 

খেলা দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদিক। এ কর্মকর্তা জানান, ‘দেশের একমাত্র খেলার চ্যানেল হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ জানা গেছে, সম্প্রচার নিয়ে যে জটিলতা ছিল, তা কেটে যাওয়ায় চ্যানেলটি খেলা দেখাতে সম্মত হয়েছে। 

অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষে আজ সেন্ট লুসিয়ায় যাচ্ছে বাংলাদেশ। ২৪ জুন থেকে এখানে হবে দ্বিতীয় টেস্ট। এরপর আগামী ২, ৩ ও ৭ জুলাই হবে এ সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১০, ১৩ এবং ১৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে টিভি স্বত্ব কেনে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। নিয়ম অনুযায়ী বাংলাদেশের কোনো টিভিতে খেলা সম্প্রচার করাতে হলে টিএসএমের কাছ থেকে ফিড নিয়েই করতে হতো। কিন্তু ঝামেলা বাধে টিএসএমের সঙ্গে ওই কনসোর্টিয়ামের ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়। যার ফলে বাংলাদেশের খেলা টিভিতে দেখানো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত