Ajker Patrika

দ্বিতীয় সুপার ওভারে জিতল ভারত

দ্বিতীয় সুপার ওভারে জিতল ভারত

৪২৪ রানের ম্যাচ টাই, সুপার ওভারেও দুই দলের রান সমান ১৭। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটির নিষ্পত্তি হলো তাই দ্বিতীয় সুপার ওভারে। জিতেছে ভারত। দ্বিতীয় সুপার ওভারে ভারতের ১১ রানের জবাবে আফগানরা তুলতে পারে মাত্র ১ রান।

২২ রানেই গায়েব ৪ উইকেট—সেখান থেকেই দলকে টেনে তুলতে হার না মানা ১২১ রান করেছেন রোহিত শর্মা। তাঁকে সঙ্গ দিয়েছিলেন রিঙ্কু সিং। ৩৯ বলে করেছেন ৬৯*। দুজনে তোলেন ১৯০ রান; যা পঞ্চম উইকেটে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। যার সুবাদেই আর কোনো উইকেট না হারিয়ে গতকাল বেঙ্গালুরুতে ভারত তোলে ২১২ রান।

শুধু জুটিতেই নয়, রোহিত শর্মা রেকর্ড গড়েছেন আরও কয়েকটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি (৫) তাঁর, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানও (১,৬৪৭) তাঁর। আর গতকালের ম্যাচে জয় অধিনায়ক হিসেবে এই সংস্করণে তাঁর ৪২তম, যা ভারতের পক্ষে সর্বোচ্চ।

বড় স্কোর তাড়া করতে এসে হিসাব করেই ব্যাট করেছে আফগানরা। প্রথম ১০ ওভারে ৮৫ রান তুললেও কোনো উইকেট হারায়নি তারা। প্রথম তিন ব্যাটার—গুরবাজ (৫০), ইব্রাহিম জাদরান (৫০) ও গুলবাদিন নাঈব (৫৫*) ফিফটি করেছেন। তবে ম্যাচ টাই করতে ভূমিকা ছিল মোহাম্মদ নবীর ১৬ বলে ৩৬ রানেরও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত