Ajker Patrika

মেয়েদের বিসিএলে নাহিদার ৭ উইকেট

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯: ২২
মধ্যাঞ্চলের হয়ে দারুন বোলিং করেছেন নাহিদা। ফাইল ছবি
মধ্যাঞ্চলের হয়ে দারুন বোলিং করেছেন নাহিদা। ফাইল ছবি

রাজশাহীতে চলমান তিন দিনের প্রথম নারী বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিনে ছিল বোলারদের দাপট। মধ্যাঞ্চলের স্পিনার নাহিদা আক্তার তাঁর দূর্বোধ্য ঘূর্ণি বোলিংয়ে উত্তরাঞ্চলের ৭ উইকেট তুলে নিলেও ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। একই দিনে পূর্বাঞ্চল ১৯৩ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে।

সকালে বাংলা ট্র্যাক একাডেমি মাঠে দক্ষিণাঞ্চলের আমন্ত্রণে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের শুরুটা মোটেও ভালো হয়নি। রান জমানোর আগেই উইকেট হারানো দলটি এক পর্যায়ে ৫৭ রানে ৫ উইকেট খুইয়ে বসে। শারমিন আক্তার সুপ্তা এবং ফাহিমা খাতুন ৯০ রানের একটি জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।

সুপ্তা ৭০ বলে ৫০ রান করেন, কিন্তু ৮৮ রানে রোমানা আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। এরপর শরিফা খাতুন, ফাহিমা খাতুনসহ অন্যান্য ব্যাটাররা ইনিংস বড় করার আগেই ফিরে যান এবং ৫৯.৪ ওভারে দুইশো রান পার করার আগেই গুটিয়ে যায় পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে সুলতানা খাতুন সর্বোচ্চ ৩ উইকেট পান।

দিন শেষে, দক্ষিণাঞ্চল ৮৮* রানে অপরাজিত থাকা আয়শা রহমানের দারুণ ফিফটির কল্যাণে ১৬৪ রান সংগ্রহ করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। ঝিলিক ৫৮ বলে ৩৮ রান করেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ১ উইকেট হাতে রেখে ২৪০ রানে ইনিংস ঘোষণা করেছে উত্তরাঞ্চল। ফারজানা হক পিংকি (৮৮) এবং রিতু মনি (৫৭) দলের হয়ে ফিফটি করেন। পিংকি এবং রিতু মনির ৯৯ রানের একটি জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল মধ্যাঞ্চলকে, কিন্তু রিতু মনির বিদায়ে তা থেমে যায়। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।

মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে ৭ উইকেট তুলে নেন। দিন শেষে, মধ্যাঞ্চল বিনা উইকেটে ২৯ রান তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত