Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামবে পাকিস্তান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১: ৫৯
বাংলাদেশের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামবে পাকিস্তান

গ্রুপ পর্বে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীকাল শুরু হতে যাওয়া সুপার ফোরেও আগের সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা। এক পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।

প্রথম রাউন্ডের দুই ম্যাচে এক একাদশ নিয়েই খেলেছেন বাবর আজমরা। তবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে পাকিস্তান। বাঁহাতি অলরাউন্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। সেখানে স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও ভালো ভূমিকা রাখে। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করলেন আরেক পেসারকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।

বাংলাদেশ দলের একাদশেও আগামীকাল পরিবর্তন নিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে ১৯৩ রানে শীর্ষে ছিলেন তিনি। তাই নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশেও। আগামীকাল সেরা একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ—

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত