ক্রীড়া ডেস্ক
গ্রুপ পর্বে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীকাল শুরু হতে যাওয়া সুপার ফোরেও আগের সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা। এক পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম রাউন্ডের দুই ম্যাচে এক একাদশ নিয়েই খেলেছেন বাবর আজমরা। তবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে পাকিস্তান। বাঁহাতি অলরাউন্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। সেখানে স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও ভালো ভূমিকা রাখে। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করলেন আরেক পেসারকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।
বাংলাদেশ দলের একাদশেও আগামীকাল পরিবর্তন নিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে ১৯৩ রানে শীর্ষে ছিলেন তিনি। তাই নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশেও। আগামীকাল সেরা একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ—
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
গ্রুপ পর্বে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীকাল শুরু হতে যাওয়া সুপার ফোরেও আগের সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা। এক পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম রাউন্ডের দুই ম্যাচে এক একাদশ নিয়েই খেলেছেন বাবর আজমরা। তবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে পাকিস্তান। বাঁহাতি অলরাউন্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। সেখানে স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও ভালো ভূমিকা রাখে। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করলেন আরেক পেসারকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।
বাংলাদেশ দলের একাদশেও আগামীকাল পরিবর্তন নিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে ১৯৩ রানে শীর্ষে ছিলেন তিনি। তাই নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশেও। আগামীকাল সেরা একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ—
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১০ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৫ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে