গ্রুপ পর্বে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীকাল শুরু হতে যাওয়া সুপার ফোরেও আগের সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা। এক পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম রাউন্ডের দুই ম্যাচে এক একাদশ নিয়েই খেলেছেন বাবর আজমরা। তবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে পাকিস্তান। বাঁহাতি অলরাউন্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। সেখানে স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও ভালো ভূমিকা রাখে। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করলেন আরেক পেসারকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।
বাংলাদেশ দলের একাদশেও আগামীকাল পরিবর্তন নিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে ১৯৩ রানে শীর্ষে ছিলেন তিনি। তাই নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশেও। আগামীকাল সেরা একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ—
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
গ্রুপ পর্বে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীকাল শুরু হতে যাওয়া সুপার ফোরেও আগের সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা। এক পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম রাউন্ডের দুই ম্যাচে এক একাদশ নিয়েই খেলেছেন বাবর আজমরা। তবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে পাকিস্তান। বাঁহাতি অলরাউন্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। সেখানে স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও ভালো ভূমিকা রাখে। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করলেন আরেক পেসারকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।
বাংলাদেশ দলের একাদশেও আগামীকাল পরিবর্তন নিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে ১৯৩ রানে শীর্ষে ছিলেন তিনি। তাই নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশেও। আগামীকাল সেরা একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ—
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৯ মিনিট আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
১ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে