ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০২০ সালের ১৫ আগস্ট। জাতীয় দলকে বিদায় জানালেও মাহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন আইপিএলে। তবে এবারের টুর্নামেন্ট শেষে বিদায় নেওয়ার ইঙ্গিত কিছুদিন আগেই দিয়েছেন তিনি।
গতকাল সানরাইজার্স হায়দারবাদকে ৭ উইকেটে হারানোর পর বিষয়টি আরও পরিষ্কার করে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ক্যারিয়ারের শেষ মৌসুম উপভোগ করতে চান তিনি। সঙ্গে চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘অবশ্যই বুড়ো হচ্ছি। এ বিষয় নিয়ে সত্যি দৃষ্টি সরানোর কোনো কিছু নেই। যত কিছু বলি বা করি না কেন, এটা আমার ক্যারিয়ারের শেষ পর্যায়। আর যত দিনই খেলি না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইপিএলকে উপভোগ করা।’
নিজেদের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখে ধোনি বলেছেন, ‘দুই বছর পর দর্শকেরা খেলা উপভোগ করতে এসেছেন। পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক এবং নতুন স্ট্যান্ডে বসে যারা খেলা দেখছেন, তাঁদের জন্য এখানে খেলতে এসে ভালো লাগছে। তাঁরা আমাকে অনেক ভালোবাসা ও স্নেহ দিয়েছেন এবং সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য এখানে আসেন।’
ধোনির নেতৃত্বে চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গত মৌসুমের বাজে ফল শেষে এবারের মৌসুম দুর্দান্ত শুরু করেছে তারা। বর্তমানে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ধোনির দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০২০ সালের ১৫ আগস্ট। জাতীয় দলকে বিদায় জানালেও মাহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন আইপিএলে। তবে এবারের টুর্নামেন্ট শেষে বিদায় নেওয়ার ইঙ্গিত কিছুদিন আগেই দিয়েছেন তিনি।
গতকাল সানরাইজার্স হায়দারবাদকে ৭ উইকেটে হারানোর পর বিষয়টি আরও পরিষ্কার করে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ক্যারিয়ারের শেষ মৌসুম উপভোগ করতে চান তিনি। সঙ্গে চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘অবশ্যই বুড়ো হচ্ছি। এ বিষয় নিয়ে সত্যি দৃষ্টি সরানোর কোনো কিছু নেই। যত কিছু বলি বা করি না কেন, এটা আমার ক্যারিয়ারের শেষ পর্যায়। আর যত দিনই খেলি না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইপিএলকে উপভোগ করা।’
নিজেদের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখে ধোনি বলেছেন, ‘দুই বছর পর দর্শকেরা খেলা উপভোগ করতে এসেছেন। পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক এবং নতুন স্ট্যান্ডে বসে যারা খেলা দেখছেন, তাঁদের জন্য এখানে খেলতে এসে ভালো লাগছে। তাঁরা আমাকে অনেক ভালোবাসা ও স্নেহ দিয়েছেন এবং সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য এখানে আসেন।’
ধোনির নেতৃত্বে চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গত মৌসুমের বাজে ফল শেষে এবারের মৌসুম দুর্দান্ত শুরু করেছে তারা। বর্তমানে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ধোনির দল।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে