Ajker Patrika

শরিফুল চান বিরাটের উইকেট, আইপিএল দেখে তৈরি হচ্ছেন সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শরিফুল চান বিরাটের উইকেট, আইপিএল দেখে তৈরি হচ্ছেন সাইফউদ্দিন

নিউজিল্যান্ড সিরিজের পরেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছিলেন লম্বা একটা ছুটি। কিন্তু সেই ছুটি তাঁরা কাটালেন কোথায়? ঘরের মাঠে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব সারিয়ে নিয়েছেন বেশির ভাগ ক্রিকেটারই। এবার বিশ্বকাপের মঞ্চে যাওয়ার পালা মাহমুদউল্লাহ–তাসকিন আহমেদদের। তার আগে আজ শুক্রবার ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছিলেন একটি ভিডিও শ্যুটে অংশ নিতে। যাওয়ার সময় সৌম্য, সাইফউদ্দিন, নাসুম, শরিফুলরা জানিয়েছেন বিশ্বকাপকে ঘিরে নিজেদের স্বপ্নের কথা। 

অবসরেও বসে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যেই সৌদি আরবে পবিত্র ওমরা করে দেশে ফিরেই চলে যান গ্রামের বাড়ি ফেনীতে। সেখানেও প্রতিদিন সময় কাটিয়েছেন মাঠে। শুধু কি মাঠে, সাইফউদ্দিন জানালেন যতক্ষণ বাসায় ছিলেন তখনো ব্যস্ত ছিলেন বোলিংয়ের ভিডিও ক্লিপ দেখাতে। 

সাইফউদ্দিন এই অবসরে কোন বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন সেটি বলেছেন এভাবে, ‘মোস্তাফিজের যেমন কাটার, তাসকিন ভাইয়ের যেমন সুইং পেস। আমার হয়তো ভিন্ন ইয়র্কার। একেকজন পেসারের শক্তির জায়গা একেকরকম। আমি চাইলেও হয়তো ১৩৮–১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারব না। আমি আমার যে শক্তিটা আছে সেটি নিয়ে কাজ করছি।’ 

বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন বর্তমানে ব্যস্ত আছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাইফউদ্দিন। ২৪ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘শ্রীনিবাস আইপিএলে আছেন। তাঁর সঙ্গে কথা হচ্ছে। মিডিয়াম পেসার ব্র্যাভো বা যারা সফল হচ্ছেন তাদের ভিডিও ক্লিপস দেখে কিছুটা শেখার চেষ্টা করছি।’ 

প্রায় দুই বছর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। এবার তাঁর সামনে আরেকটি বিশ্বকাপ। তবে দুই বিশ্বকাপের আগের পরিস্থিতি দেখে নাকি একই অনুভূতি হচ্ছে শরিফুলের, ‘দুই বছর আগেও বিশ্বকাপ (অনূর্ধ্ব–১৯) খেলেছি। তখন যাওয়ার আগে দীর্ঘদিন ধরে ক্যাম্প করেছি আর সিরিজ খেলছি। এবারও একই রকম অনুভূতি হচ্ছে। বিশ্বকাপের আগে আমরা টানা ৩–৪টা সিরিজ খেলেছি। অনেক প্রস্তুত নিয়েছি। যদিও আমি আগে কখনো সেখানে (আরব আমিরাত–ওমান) খেলিনি। একটু চ্যালেঞ্জিং তো হবেই। সেখানকার পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে তাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’ 

চার মাসের ছোট্ট ক্যারিয়ারে বেশ সম্ভাবনাময়ী পেসার হিসেবে ধরা দিয়েছেন শরিফুল। খেলেছেন চার সংস্করণেই। পেয়েছেন বিশ্বের অনেক বড় ব্যাটারের উইকেটও। তবে এই বিশ্বকাপে শরিফুল আউট করতে চান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহেলিকে। কোনো রাখঢাক না রেখেই ২০ বছর বয়সী বাঁহাতি পেসার বলেছেন, ভারতের বিপক্ষে যদি খেলি তাহলে চেষ্টা করব বিরাট কোহলির উইকেটটা নেওয়ার। আমার অস্ত্র স্টক ডেলিভারি। সেটি করার চেষ্টাও থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত