Ajker Patrika

শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ জুন ২০২৫, ১১: ৩৮
শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ। ছবি: এএফপি
শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ। ছবি: এএফপি

কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল তৃতীয় দিন থেকে। চতুর্থ দিনের শুরুতেই সেই তেতো স্বাদ পেল। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা। আজ ৩৪ বলেই বাকি ৪ উইকেট হারিয়েছে তারা। শেষ ৩৩ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকেরা।

৬ উইকেটে ১১৫ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে দিনের পঞ্চম বলেই উইকেট হারায় তারা। প্রবাত জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। স্পিন করে বেরিয়ে যাওয়া বল তার ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুসল মেন্ডিসের গ্লাভসে। যাকে ঘিরে লড়াইয়ের আশায় ছিল বাংলাদেশ, সেই লিটন দাস ফিরলেন সবার আগে। ৪৩ বলে লিটন করেন ১৪ রান।

ক্রিজে নাঈম হাসানের সঙ্গী হন তাইজুল ইসলাম। দলীয় ১২৮ রানে ফেরেন নাঈমও (৫)। লিটনের পর তাঁকেও ফেরালেন প্রবাত। অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে নাগাল পাননি নাঈম। পা বাইরে বেরিয়ে গেলে স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগান কুসল। তারপর তাইজুলকে (৬) ফেরান প্রবাত। ইবাদত হোসেনকে (৬) ফিরিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন তারিন্দু রত্নায়েকে।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন প্রবাত। ২২ টেস্টের ক্যারিয়ারে ১২ তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার।

প্রথম ইনিংসে ২৪৭ রান করেছিল বাংলাদেশ, আর ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে তারা। গলে সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ড্র। ম্যাচ ও সিরিজসেরা পুরস্কার হাতে তুলেছেন পাতুম নিসাঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা রক্ষায় মোদির হস্তক্ষেপ চান মমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত