ক্রীড়া ডেস্ক
আইপিএলে টানা তৃতীয় ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। এবার চেন্নাইকে ৫৪ রানে হারের স্বাদ দিল পাঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই মূলত হেরেছে ধোনি-জাদেজারা। অন্য দিকে এটি পাঞ্জাবের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়।
মুম্বাইয়ে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাই।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। ৪ রান করে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। দ্রুত ফিরে যান ভানুকা রাজাপক্ষেও (৯)। তবে এরপর দারুণ এক জুটিতে দলের হাল ধরেন শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। ৩৩ রান করা ধাওয়ানের বিদায়ে ভাঙে এ জুটি। তখন দলের রান ১০৯। দলীয় ১১৫ রানে ফেরেন লিভিংস্টোনও। ৩২ বলে ৬০ রান করেন তিনি। পরে জিতেশ শর্মার ১৭ বলে ২৬ রানে ভর করে ৮ উইকেটে ১৮০ রান করে পাঞ্জাব।
লক্ষ্য তাড়ায় বিপর্যয়ে পড়ে চেন্নাইও। ২৩ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। আম্বতি রাইডুও ফেরেন দলীয় ৩৬ রানে। এরপর মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চেন্নাইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন শিবম দুবে। ঝোড়ো ব্যাটিংয়ে চেন্নাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিনি। তবে দলীয় ৯৮ রানে লিভিংস্টোনের বলে শিবম ফিরলে ম্লান হয়ে যায় চেন্নাইয়ের জয়ের আশা। ৩০ বলে ৫৭ রান করেন শিবম। পরের বলেই লিভিংস্টোন ফেরান ডোয়াইন ব্রাভোকে। শেষ দিকে ২৩ রান করে ধোনি চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১২৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই।
আইপিএলে টানা তৃতীয় ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। এবার চেন্নাইকে ৫৪ রানে হারের স্বাদ দিল পাঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই মূলত হেরেছে ধোনি-জাদেজারা। অন্য দিকে এটি পাঞ্জাবের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়।
মুম্বাইয়ে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাই।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। ৪ রান করে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। দ্রুত ফিরে যান ভানুকা রাজাপক্ষেও (৯)। তবে এরপর দারুণ এক জুটিতে দলের হাল ধরেন শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। ৩৩ রান করা ধাওয়ানের বিদায়ে ভাঙে এ জুটি। তখন দলের রান ১০৯। দলীয় ১১৫ রানে ফেরেন লিভিংস্টোনও। ৩২ বলে ৬০ রান করেন তিনি। পরে জিতেশ শর্মার ১৭ বলে ২৬ রানে ভর করে ৮ উইকেটে ১৮০ রান করে পাঞ্জাব।
লক্ষ্য তাড়ায় বিপর্যয়ে পড়ে চেন্নাইও। ২৩ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। আম্বতি রাইডুও ফেরেন দলীয় ৩৬ রানে। এরপর মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চেন্নাইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন শিবম দুবে। ঝোড়ো ব্যাটিংয়ে চেন্নাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিনি। তবে দলীয় ৯৮ রানে লিভিংস্টোনের বলে শিবম ফিরলে ম্লান হয়ে যায় চেন্নাইয়ের জয়ের আশা। ৩০ বলে ৫৭ রান করেন শিবম। পরের বলেই লিভিংস্টোন ফেরান ডোয়াইন ব্রাভোকে। শেষ দিকে ২৩ রান করে ধোনি চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১২৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
৩৯ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে