ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মরুর বুকে ঝড় তুলেছেন নুরুল হাসান সোহান–শামীম পাটোয়ারীরা। পঞ্চম উইকেট জুটিতে তাঁদের বিস্ফোরক ব্যাটিংয়ে ওমান ‘এ’ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এ ম্যাচের অধিনায়ক লিটন দাস ও মোহাম্মদ নাঈম। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১০২ রান। ৫৩ রান করা লিটন আউট হলে ভাঙে এ জুটি।
লিটনের আউটের পর দ্রুত ফিরে যান সৌম্য সরকার (৮)। ব্যাট হাতে এদিন নিষ্প্রভ মুশফিকুর রহিমও (০)। ফিরে গেছেন প্রথম বলেই।
সৌম্য-মুশফিকের ব্যর্থতার রাতে আলো ছড়াতে পারেননি আফিফ হোসেনও। ২ বলে ৬ রান করা আফিফ আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। বিনা উইকেটে ১০০ পেরোনো দল আর ২২ রান তুলতেই হারায় ৪ উইকেট।
তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন আরেক ওপেনার নাঈম। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে ১৭ তম ওভারে বিশ্রামে যান তিনি।
এর আগে ১৫ তম ওভারে ১২৪ রানে আফিফ আউট হলে বাংলাদেশের সম্ভাব্য স্কোর মনে হচ্ছিল ১৬০-১৭০। তবে শেষ দিকে সব হিসেব-নিকেশ পাল্টে দেন সোহান। তাঁকে দারুণ সঙ্গ দেন শামীম। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ রানে ২ উইকেট হারিয়েছে ওমান। একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মরুর বুকে ঝড় তুলেছেন নুরুল হাসান সোহান–শামীম পাটোয়ারীরা। পঞ্চম উইকেট জুটিতে তাঁদের বিস্ফোরক ব্যাটিংয়ে ওমান ‘এ’ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এ ম্যাচের অধিনায়ক লিটন দাস ও মোহাম্মদ নাঈম। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১০২ রান। ৫৩ রান করা লিটন আউট হলে ভাঙে এ জুটি।
লিটনের আউটের পর দ্রুত ফিরে যান সৌম্য সরকার (৮)। ব্যাট হাতে এদিন নিষ্প্রভ মুশফিকুর রহিমও (০)। ফিরে গেছেন প্রথম বলেই।
সৌম্য-মুশফিকের ব্যর্থতার রাতে আলো ছড়াতে পারেননি আফিফ হোসেনও। ২ বলে ৬ রান করা আফিফ আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। বিনা উইকেটে ১০০ পেরোনো দল আর ২২ রান তুলতেই হারায় ৪ উইকেট।
তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন আরেক ওপেনার নাঈম। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে ১৭ তম ওভারে বিশ্রামে যান তিনি।
এর আগে ১৫ তম ওভারে ১২৪ রানে আফিফ আউট হলে বাংলাদেশের সম্ভাব্য স্কোর মনে হচ্ছিল ১৬০-১৭০। তবে শেষ দিকে সব হিসেব-নিকেশ পাল্টে দেন সোহান। তাঁকে দারুণ সঙ্গ দেন শামীম। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ রানে ২ উইকেট হারিয়েছে ওমান। একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে