Ajker Patrika

দুই দিনে হেরে দুই ধাপ নিচে নামল বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৫: ৪৫
Thumbnail image

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এক মাসের ব্যবধানে এখন সাতে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা। 

বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ। 

এরপর অবশ্য শান্তদের দুই দিন ড্রেসিং রুমে বসে কেটেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন হয়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় কানপুরে বাজেভাবে হেরেছে সফরকারী দল। 

দুই ধাপ নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান সাতে। আট টেস্ট খেলে ৩ জয় ও ৫ হারে শান্তদের পয়েন্ট ৩৪.৩৮। সপ্তাহখানেক আগে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতায় তালিকার পাঁচে নেমে পড়েছিল বাংলাদেশ। তিনে উঠে আসে লঙ্কানরা। তবে ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে হোয়াইওয়াশ হওয়ায় বাংলাদেশ এখন নেমে পড়েছে সাতে। পাঁচ ও ছয় নম্বরে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। 

১১ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করল ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত