Ajker Patrika

বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৫: ৫৮
বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

শেষ ওভারের জন্যই মনে হয় সব নাটক জমে ছিল। অবশেষে শেষ যুদ্ধে জয়ী হলেন মোসাদ্দেক, জয়ী হলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে নখ কামড়ানো ম্যাচে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল ধাক্কায়। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ রানেই ৪ উইকেট হারায় তারা। বাংলাদেশের শুরুটা আজও করেছেন তাসকিন। আগের দুই ম্যাচর মতো আজও প্রথম ওভারেই উইকেট এনে দেন বাংলাদেশি বোলার। দলীয় ৪ রানেই ওপেনার ওয়েলসি মাধেভেরেকে আউট করেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট তুলে নেন তিনি।

তাসকিন সরব, তাই বলে কি নীরব থাকবেন মুস্তাফিজ? না, জ্বলে উঠলেন এই বাঁহাতি পেসারও। বোলিংয়ে এসে জোড়া উইকেট নিলেন তিনি। এরপর আরও একটি উইকেট হারিয়ে ৬৯ রানেই ৫ উইকেট চলে যায় জিম্বাবুয়ের।

তবে সেখান থেকেই আবার ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ১৫১ রানের জয়ের লক্ষ্যে ভালোই এগিয়ে যাচ্ছিল ক্রেইগ আরভিনের দল। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। ৬ বলের মধ্যে দুটিতে উইকেট তুলে নেন মোসাদ্দেক। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। আর তাতেই রান নিতে পারল না জিম্বাবুয়ে, সাকিবরা মেতে উঠলেন উল্লাসে। 

কিন্তু সেই উল্লাস মিইয়ে যেতেও সময় লাগল না। কারণ শেষ বলটি যে হয়েছে নো বল! আবার বদলে গেল সমীকরণ, শেষ বলে প্রয়োজন দাঁড়াল ৪ রানে। ম্যাচের শুরুতে বল হাতে উদারহস্ত মোসাদ্দেক মাথা ঠান্ডা করে হাত ঘোরালেন, হলো ডট বল। এবার অবশ্য সাকিবদের উল্লাসে আর বাধা হতে পারল না জিম্বাবুয়ে।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত খবর:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

শর্তের জালে মার্কিন চাপ

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

কনসার্টে সহকর্মীকে জড়িয়ে সিইওর নাচ, ভাইরাল ভিডিওতে কী হলো শেষ পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত