Ajker Patrika

রহমতের আক্ষেপের দিনটা শ্রীলঙ্কার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫৪
রহমতের আক্ষেপের দিনটা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছে আফগানিস্তান। কিন্তু কলম্বোয় স্মরণীয় ম্যাচটি খেলতে নেমে টেস্টের প্রথম দিনটা ভালো কাটেনি আফগানদের। প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে তারা। 

অতিথিদের অল্প রানে আটকিয়ে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের শুরুটাও দুর্দান্ত করেছে শ্রীলঙ্কা। বিনা উইকেটে ৮০ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। ৩৬ রান করা নিশান মাদুশকার সঙ্গে ৪২ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার দিমুথ করুণারত্নে। তবে ১১৮ রানে এখনো পিছিয়ে স্বাগতিকেরা।

এর আগে কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানদের শুরুটাই হয় ধাক্কায়। একমাত্র টেস্টের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগে ড্রেসিংরুমে ফেরেন ইব্রাহিম জাদরান। আফগান ওপেনারকে ফিরিয়ে শুরুটা আসিথা ফার্নান্দো করলেও অতিথিদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন আরেক ফার্নান্দো। ৪ উইকেট নিয়ে আফগানদের এলোমেলো করে দেন বিশ্ব ফার্নান্দো। 

৯ রানের জন্য সেঞ্চুরি পাননি রহমত। ছবি: এএফপিতবে বিশ্ব ফার্নান্দোর আগুনে বোলিংয়ের আগে আফগানদের শুরুর ধাক্কা সামলিয়ে নিয়েছিলেন নুর আলি জাদরান ও রহমত শাহ। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেছিলেন দুজনে। ৩৫ বছর বয়সে এসে অভিষেক হওয়া নুর আলি ৩১ রানে আউট হলে ভেঙে যায় তাঁদের জুটি। সতীর্থ আউট হলেও অধিনায়ক হাশমতউল্লাহ শাহকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন রহমত। 

নুর আলির পর ১৭ রান করা হাশমতউল্লাহকেও আউট করে নিজের বোলিং তাণ্ডব শুরু করেন বিশ্ব ফার্নান্দো। পরে তাঁকে সঙ্গ দেন প্রবাথ জয়াসুরিয়াও। তাঁদের দুর্দান্ত বোলিংয়ে এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ভরসা দিচ্ছিলেন রহমত। কিন্তু ৯ রানের জন্য টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির আক্ষেপ থেকে গেছে তাঁর। ছক্কা মারতে না পারলেও ৯১ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৩ চারে। 

১৫৫ রানের সময় পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন রহমত। তাঁর আউটের পর দলকে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন দুই ব্যাটার ইকরাম আলিখিল ও কায়েস আহমেদ। দুজনই ২১ রান করেছেন। বাকি ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন আসিথা ও জয়াসুরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত