ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেটও। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কারণে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় হতাশ নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল।
হঠাৎ করে আইপিএল, পিএসএল বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটাররা ভারত-পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছেন। বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। ভারত-পাকিস্তানের সংঘাতপূর্ণ পরিস্থিতি দেখে আবেগঘন বার্তা দিয়েছেন মিচেল। লাহোর কালান্দার্সের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুই দেশকে যুদ্ধে জড়াতে দেখে খারাপ লাগছে। তারা আমার হৃদয়ে আছে। গত কদিন ধরে তাদের মধ্যে সংঘাত চলছে। দুই দেশেরই যারা হতাহত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে।’
এবারের পিএসএলে রিশাদের সঙ্গে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মিচেল। নিউজিল্যান্ডের ক্রিকেটারের আইপিএলে ১৫ ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। মিচেলের আশা, শিগগিরই দুই দেশে পুনরায় ক্রিকেট চালু হবে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার বলেন, ‘আইপিএল, পিএসএল দুই টুর্নামেন্টই আমার ক্যারিয়ারে অনেক বড় অবদান রেখেছে। দুই টুর্নামেন্টেই ভালো সময় কেটেছে। আশা করি, শান্তি বজায় থাকবে। আবার খেলায় ফিরতে পারব। যেসব ভক্ত-সমর্থকেরা আমাদের ভালোবাসা দিচ্ছেন, তাদের সেই প্রতিদান দিতে পারব।’
ভারত-পাকিস্তানে মনে রাখার মতো সময় কেটেছে বলে জানিয়েছেন মিচেল। শিগগিরই এই দু্ই দেশে ফিরতে পারবেন বলে আশা কিউই এই ক্রিকেটারের।মিচেল বলেন, ‘পরিবারের কাছে ফিরতে পেরে ভালো লাগছে। তবে ভবিষ্যতে দুই দেশে (ভারত-পাকিস্তান) ফিরতে মুখিয়ে আছি। সত্যি বলতে এসব জায়গায় আমার দারুণ সময় কেটেছে।’
এবারের পিএসএলে ৯ ম্যাচে ২৬.৭৭ গড় ও ১৫৪.৪৮ স্ট্রাইকরেটে মিচেল করেন ২৪১ রান। টুর্নামেন্টে দুটি ফিফটি করেছেন তিনি। বোলিংয়ে ১০.১০ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে এখন লাহোর কালান্দার্স। প্রথম তিনে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডের পয়েন্ট ১৩, ১০ ও ১০।
চার দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে গতকাল রাজি হয়েছে ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশীর যুদ্ধবিরতির কথা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় কাশ্মীরের একাধিক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধবিরতির পর উত্তপ্ত হয়ে ওঠায় আইপিএল, পিএসএলের বাকি অংশ পুনরায় আয়োজন করার সম্ভাবনার পাশে পড়ে গেল প্রশ্নোবধক চিহ্ন।
আইপিএলের এখনো বাকি ১৬ ম্যাচ। এমন সময়ে পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে, পিএসএলের বাকি অংশ হবে বলে আইপিএলের বাকি অংশ আয়োজনের প্রস্তাবে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) দাবি করছে। ভারতীয় সংবাদমাধ্যমের পাল্টা দাবি, এমন অবস্থায় পিএসএল আমিরাতে আয়োজন করার সম্ভাবনাও কম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরশু রাতে আনুষ্ঠানিকভাবে পিএসএলের বাকি অংশ স্থগিত করেছে। পাকিস্তানের এই টুর্নামেন্টের বাকি রয়েছে ৮ ম্যাচ।
ভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেটও। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কারণে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় হতাশ নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল।
হঠাৎ করে আইপিএল, পিএসএল বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটাররা ভারত-পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছেন। বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। ভারত-পাকিস্তানের সংঘাতপূর্ণ পরিস্থিতি দেখে আবেগঘন বার্তা দিয়েছেন মিচেল। লাহোর কালান্দার্সের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুই দেশকে যুদ্ধে জড়াতে দেখে খারাপ লাগছে। তারা আমার হৃদয়ে আছে। গত কদিন ধরে তাদের মধ্যে সংঘাত চলছে। দুই দেশেরই যারা হতাহত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে।’
এবারের পিএসএলে রিশাদের সঙ্গে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মিচেল। নিউজিল্যান্ডের ক্রিকেটারের আইপিএলে ১৫ ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। মিচেলের আশা, শিগগিরই দুই দেশে পুনরায় ক্রিকেট চালু হবে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার বলেন, ‘আইপিএল, পিএসএল দুই টুর্নামেন্টই আমার ক্যারিয়ারে অনেক বড় অবদান রেখেছে। দুই টুর্নামেন্টেই ভালো সময় কেটেছে। আশা করি, শান্তি বজায় থাকবে। আবার খেলায় ফিরতে পারব। যেসব ভক্ত-সমর্থকেরা আমাদের ভালোবাসা দিচ্ছেন, তাদের সেই প্রতিদান দিতে পারব।’
ভারত-পাকিস্তানে মনে রাখার মতো সময় কেটেছে বলে জানিয়েছেন মিচেল। শিগগিরই এই দু্ই দেশে ফিরতে পারবেন বলে আশা কিউই এই ক্রিকেটারের।মিচেল বলেন, ‘পরিবারের কাছে ফিরতে পেরে ভালো লাগছে। তবে ভবিষ্যতে দুই দেশে (ভারত-পাকিস্তান) ফিরতে মুখিয়ে আছি। সত্যি বলতে এসব জায়গায় আমার দারুণ সময় কেটেছে।’
এবারের পিএসএলে ৯ ম্যাচে ২৬.৭৭ গড় ও ১৫৪.৪৮ স্ট্রাইকরেটে মিচেল করেন ২৪১ রান। টুর্নামেন্টে দুটি ফিফটি করেছেন তিনি। বোলিংয়ে ১০.১০ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে এখন লাহোর কালান্দার্স। প্রথম তিনে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডের পয়েন্ট ১৩, ১০ ও ১০।
চার দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে গতকাল রাজি হয়েছে ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশীর যুদ্ধবিরতির কথা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় কাশ্মীরের একাধিক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধবিরতির পর উত্তপ্ত হয়ে ওঠায় আইপিএল, পিএসএলের বাকি অংশ পুনরায় আয়োজন করার সম্ভাবনার পাশে পড়ে গেল প্রশ্নোবধক চিহ্ন।
আইপিএলের এখনো বাকি ১৬ ম্যাচ। এমন সময়ে পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে, পিএসএলের বাকি অংশ হবে বলে আইপিএলের বাকি অংশ আয়োজনের প্রস্তাবে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) দাবি করছে। ভারতীয় সংবাদমাধ্যমের পাল্টা দাবি, এমন অবস্থায় পিএসএল আমিরাতে আয়োজন করার সম্ভাবনাও কম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরশু রাতে আনুষ্ঠানিকভাবে পিএসএলের বাকি অংশ স্থগিত করেছে। পাকিস্তানের এই টুর্নামেন্টের বাকি রয়েছে ৮ ম্যাচ।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
১২ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
১৬ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে