Ajker Patrika

জুটি ভাঙলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জুটি ভাঙলেন সাকিব

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটি হতাশায় কেটেছে বাংলাদেশের। দিনের প্রাপ্তি দুই উইকেট হলেও পুরোদিনে বোলিং-ব্যাটিংয়ে দারুণ খেলেছিল স্বাগতিকেরা।

দ্বিতীয় দিনের শুরুটাও সাকিব আল হাসানের দলের জন্য ছিল হতাশার। উইকেটের পেছনে ক্যাচ মিস, কিংবা বল ব্যাটে লাগার পরও আবেদন না করায় প্রথম ঘণ্টায় উইকেট শূন্য কাটে বাংলাদেশের। 

তবে পানি পানের বিরতির পরই বাংলাদেশকে দারুণ এক ব্রেক থ্রু এনে দেন সাকিব। ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে জুটি গড়া এনক্রুমা বোনারকে ফেরান তিনি।

আজ অ্যান্টিগায় দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা শেষে স্বাগতিকদের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৪৩। উইকেটে ৬২ রানে অপরাজিত ব্রাথওয়েটের সঙ্গে আছেন জেরমাইন ব্ল্যাকউড (৪)।

দ্বিতীয় দিনের শুরু করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার ব্রাথওয়েট ও বোনার। ৪২ রানে অপরাজিত থাকা বোনার দিনের প্রথম ঘণ্টায় তোলেন ব্যক্তিগত ফিফটি। 

একই সঙ্গে বাংলাদেশের সংগ্রহ পেরিয়ে লিড বাড়িয়ে নেন তিনি। আগের দিন ১২ রান করা বোনার এ দিন করেন ২১ রান। ব্যক্তিগত ৩৩ রানে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন বোনার। এতেই ভাঙেন ব্রাথওয়েটের সঙ্গে বোনারের ৬২ রানের জুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত