ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার এখনো ৯ মাস বাকি থাকলেও নিজেদের কাছে শিরোপা ধরে রাখার বিষয়ে সুযোগ দেখছেন জো রুট। গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।
এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এ বছরের অক্টোবর-নভেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা শুরু করেছেন রুট। তিনি বলেছেন, ‘এটি দারুণ এক সুযোগ। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছি আমরা।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের নিরিখেই এমন সুযোগ দেখছেন বলে জানিয়েছেন রুট। তাঁর মতে, ভারতের মাটিতে যদি সতীর্থরা স্পিন ভালো খেলতে পারেন, তাহলে অবশ্যই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা যাবে।
৩২ বছর বয়সী রুট বলেছেন, ‘মনে করি ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতে অনেক সময় কাটিয়েছে। এতে তারা কন্ডিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। এটা নির্ভর করবে আমরা ধরাবাহিকভাবে কতটা ভালো স্পিন বল খেলব। এর সঙ্গে বিশ্বকাপের আগে আমরা কীভাবে ওয়ানডে সংস্করণ খেলব তার ওপর নির্ভর করবে।’
এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। এর মধ্যে একবারই শুধু চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। এবার ১৩তম সংস্করণে সেই সংখ্যাটা বাড়ানোর কথা জানিয়ে রাখলেন রুট।
ওয়ানডে ও টেস্টে নিজের ব্যাটিং মানানসই হলেও টি-টোয়েন্টি সংস্করণে খাপ খাইয়ে নিতে পারেননি রুট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও নিজেকে মানিয়ে নিতে বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি ২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট বলেছেন, ‘বছরের শেষ দিকে ভারতে বিশ্বকাপ হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আইএলটি ২০ খেলছি। সংক্ষিপ্ত সংস্করণে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। এর জন্য দেখতে চাই এটি আমাকে একজন ভালো ব্যাটার হতে সহায়তা করতে পারে কি না।’
ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার এখনো ৯ মাস বাকি থাকলেও নিজেদের কাছে শিরোপা ধরে রাখার বিষয়ে সুযোগ দেখছেন জো রুট। গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।
এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এ বছরের অক্টোবর-নভেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা শুরু করেছেন রুট। তিনি বলেছেন, ‘এটি দারুণ এক সুযোগ। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছি আমরা।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের নিরিখেই এমন সুযোগ দেখছেন বলে জানিয়েছেন রুট। তাঁর মতে, ভারতের মাটিতে যদি সতীর্থরা স্পিন ভালো খেলতে পারেন, তাহলে অবশ্যই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা যাবে।
৩২ বছর বয়সী রুট বলেছেন, ‘মনে করি ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতে অনেক সময় কাটিয়েছে। এতে তারা কন্ডিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। এটা নির্ভর করবে আমরা ধরাবাহিকভাবে কতটা ভালো স্পিন বল খেলব। এর সঙ্গে বিশ্বকাপের আগে আমরা কীভাবে ওয়ানডে সংস্করণ খেলব তার ওপর নির্ভর করবে।’
এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। এর মধ্যে একবারই শুধু চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। এবার ১৩তম সংস্করণে সেই সংখ্যাটা বাড়ানোর কথা জানিয়ে রাখলেন রুট।
ওয়ানডে ও টেস্টে নিজের ব্যাটিং মানানসই হলেও টি-টোয়েন্টি সংস্করণে খাপ খাইয়ে নিতে পারেননি রুট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও নিজেকে মানিয়ে নিতে বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি ২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট বলেছেন, ‘বছরের শেষ দিকে ভারতে বিশ্বকাপ হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আইএলটি ২০ খেলছি। সংক্ষিপ্ত সংস্করণে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। এর জন্য দেখতে চাই এটি আমাকে একজন ভালো ব্যাটার হতে সহায়তা করতে পারে কি না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
২ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
২ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩ ঘণ্টা আগে