ক্রীড়া ডেস্ক
ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার এখনো ৯ মাস বাকি থাকলেও নিজেদের কাছে শিরোপা ধরে রাখার বিষয়ে সুযোগ দেখছেন জো রুট। গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।
এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এ বছরের অক্টোবর-নভেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা শুরু করেছেন রুট। তিনি বলেছেন, ‘এটি দারুণ এক সুযোগ। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছি আমরা।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের নিরিখেই এমন সুযোগ দেখছেন বলে জানিয়েছেন রুট। তাঁর মতে, ভারতের মাটিতে যদি সতীর্থরা স্পিন ভালো খেলতে পারেন, তাহলে অবশ্যই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা যাবে।
৩২ বছর বয়সী রুট বলেছেন, ‘মনে করি ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতে অনেক সময় কাটিয়েছে। এতে তারা কন্ডিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। এটা নির্ভর করবে আমরা ধরাবাহিকভাবে কতটা ভালো স্পিন বল খেলব। এর সঙ্গে বিশ্বকাপের আগে আমরা কীভাবে ওয়ানডে সংস্করণ খেলব তার ওপর নির্ভর করবে।’
এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। এর মধ্যে একবারই শুধু চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। এবার ১৩তম সংস্করণে সেই সংখ্যাটা বাড়ানোর কথা জানিয়ে রাখলেন রুট।
ওয়ানডে ও টেস্টে নিজের ব্যাটিং মানানসই হলেও টি-টোয়েন্টি সংস্করণে খাপ খাইয়ে নিতে পারেননি রুট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও নিজেকে মানিয়ে নিতে বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি ২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট বলেছেন, ‘বছরের শেষ দিকে ভারতে বিশ্বকাপ হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আইএলটি ২০ খেলছি। সংক্ষিপ্ত সংস্করণে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। এর জন্য দেখতে চাই এটি আমাকে একজন ভালো ব্যাটার হতে সহায়তা করতে পারে কি না।’
ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার এখনো ৯ মাস বাকি থাকলেও নিজেদের কাছে শিরোপা ধরে রাখার বিষয়ে সুযোগ দেখছেন জো রুট। গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।
এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এ বছরের অক্টোবর-নভেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা শুরু করেছেন রুট। তিনি বলেছেন, ‘এটি দারুণ এক সুযোগ। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছি আমরা।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের নিরিখেই এমন সুযোগ দেখছেন বলে জানিয়েছেন রুট। তাঁর মতে, ভারতের মাটিতে যদি সতীর্থরা স্পিন ভালো খেলতে পারেন, তাহলে অবশ্যই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা যাবে।
৩২ বছর বয়সী রুট বলেছেন, ‘মনে করি ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতে অনেক সময় কাটিয়েছে। এতে তারা কন্ডিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। এটা নির্ভর করবে আমরা ধরাবাহিকভাবে কতটা ভালো স্পিন বল খেলব। এর সঙ্গে বিশ্বকাপের আগে আমরা কীভাবে ওয়ানডে সংস্করণ খেলব তার ওপর নির্ভর করবে।’
এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। এর মধ্যে একবারই শুধু চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। এবার ১৩তম সংস্করণে সেই সংখ্যাটা বাড়ানোর কথা জানিয়ে রাখলেন রুট।
ওয়ানডে ও টেস্টে নিজের ব্যাটিং মানানসই হলেও টি-টোয়েন্টি সংস্করণে খাপ খাইয়ে নিতে পারেননি রুট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও নিজেকে মানিয়ে নিতে বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি ২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট বলেছেন, ‘বছরের শেষ দিকে ভারতে বিশ্বকাপ হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আইএলটি ২০ খেলছি। সংক্ষিপ্ত সংস্করণে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। এর জন্য দেখতে চাই এটি আমাকে একজন ভালো ব্যাটার হতে সহায়তা করতে পারে কি না।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে